পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। Q○ ছলেন । তিনি শঙ্করের রাজনৈতিক উদ্দেশ্যের সন্ধান পাইয়া, তাহার উপর জাতক্রোধ হন । আকবর-সাহের শাসন প্রণালী, স্বশাসন-মূলক হইলেও, উiহার প্রাদেশিক কৰ্ম্মচারিরা আগ্রা হইতে অতিদূরে, এই বাঙ্গলায় থাকিয়া নানাবিধ অত্যাচার করিতেন । সেরখা একজন উদ্ধত প্রকৃতির শাসনকর্তা ছিলেন । ঘটনাক্রমে তিনি এই সময় এক ব্রাহ্মণ অপরাধীকে বন্দী করিবার আদেশ করেন। ইতিপূর্বে এই ব্ৰাহ্মণ, শঙ্করের শক্তি ও সাহসের কথা শুনিয়াছিলেন। অপরন্তু শঙ্কর এই সময়ে রাজমহলে অবস্থান করিতেছেন শুনিয়া, রাজদগু-ভাত, অত্যাচার-গ্রস্ত ব্রাহ্মণ—শঙ্করের নিকট উপস্থিত ইয়া তাহার আশ্রয় প্রার্থনা করেন। শঙ্করও সেই ব্রাহ্মণকে নিজ গৃহে লুকাইয়া রাখেন । . . সেরখা, শঙ্কর চক্রবর্তীকে দমন করিবার জন্য, শনির হায় স্বত্রাতুস করিতেছিলেন । এই ব্যাপারে অতি সহজে সেই স্বত্র মিলিল। সেরখণ শঙ্করকে বলিয়া পাঠাইলেন—“এ ব্যক্তি রাজদ্বারে অপরাধী। আপনি ইহাকে আশ্রয় দিয়া ভাল কাজ করেন নাই । এখনই অপরাধীকে প্রতাপশু করুন ।” মহাপ্রাণ, আশ্রিত-বৎসল শঙ্কর বলিয়া পাঠাইলেন—“সাহেব ! এ ব্যক্তি আমার শরণাগত। ইহার কৃত ক্ষতি, আমি পূরণ করিয়া দিতে প্রস্তুত--কিন্তু আশ্রিতকে কখন ত্যাগ করিতে পারিব না।" এই কথায় সেরখা, রাজকৰ্ম্মচারিগণকে কৰ্ত্তব্য-কর্য্যে বাধা দেওয়ার অভিযোগে, শঙ্করকে কারাবদ্ধ করেন । বিদেশে মোগল শাসনকৰ্ত্তা কর্তৃক-শঙ্করের কারাবরোধ বার্তা, প্রতাপাদিত্যের কর্ণগোচর হওয়ায়, তিনি অতিশয় ব্যথিত ও মৰ্ম্মাহত হইয়া, বন্ধুর উদ্ধারের উপায় চিন্তা করিতে লাগিলেন। তর্ক-বিতর্কের পর এই স্থির হইল, যে কারাগারের হিন্দু প্রহরী-গণকে উৎকোচদানে বশীভূত করিয়া, শঙ্করকে মুক্ত করিতে হইবে । এ উপায় ব্যর্থ হইল না । শঙ্কর কারামুক্ত হইয়া, যশোরের দিকে ধাবমান হইলেন । 3. পরদিন---সেরখ1–-কারাগার হইতে শঙ্করের পলায়ন-বাৰ্ত্ত শ্রবণে, ক্রোধান্ধ হইয়া, প্রহরীদের দণ্ডিত করিলেন এবং পলায়িত ব্যক্তির অনুসরণের জুই-চারিদিকে লোক প্রেরণ করিলেন । এমন কি—তাহার গুপ্ত-প্রণিধিগণ ছদ্মবেশে যশোহর পর্য্যন্ত গিয়াছিল। তাহারা শঙ্করকে পাইল না বটে—কিন্তু শোহরে প্রতাপের যুদ্ধায়োজন সম্বন্ধে যাহা কিছু দেখিল, সবই সেরখাকে জানাইল । R 源