পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጓrዓ8 ছবির নাম ও সংক্ষিপ্ত পরিচয় । های মহাত্মাগণের চেষ্টায়, কলিকাতায় “হিন্দু-কলেজ” প্রতিষ্ঠিত হয়। ক্যারি, মার্শমান, ওয়াড নামক তিনজন স্বনাম খ্যাত পাদরীও এইNময়ে স্ত্রীরামপুরে একটী কলেজ স্থাপন করেন। ইহা এখনও বর্তমান। এই মিশনরী সম্প্রদায়ের চেষ্টায় “সমাচার দর্পণ" নামক প্রথম বাঙ্গল সংবাদপত্র প্রচারিত হয় । এই সময়ে মেডিকেল-কলেজও স্থাপিত হইয়াছিল। ১৫। লর্ড লরেন্স—(প্রথমে জন লরেন্স ) (জন্ম ১৮১১ খ -মৃত্যু ১৮৭৯ খঃ।) ভারতের ভাইসরয় ও গবর্ণর জেনারেলের পদে-ইনি ১৮৬৪—১৮৬৯ গ: পৰ্য্যন্ত নিযুক্ত ছিলেন । ই হার স্থায় হদক্ষ শাসনকৰ্ত্ত সেকালে খুব কমই আসিয়াছিলেন। শিগ-যুদ্ধের পর পঞ্জাব ইংরেজাধিকারে অসিলে, এই জন লরেন্স, সেই বিপ্লবময় স্থানে শাস্তিস্থাপন করিয়া আসেন। ইনিই প্রথম “লৰ্ড লরেন্স” । গবর্ণমেণ্ট হাউসের ঠিক সম্মুখে, মাঠের মধ্যে ইহার একটী প্রস্তরমূৰ্ত্তি আছে। ই’হারই আমল হইতে বড়লাটসাহেবগণের শিমলা-শৈলে প্রথম বসবাস योब्रस्त्र श्शु । ১৬। অারল মেয়ে—(জন্ম ১৮২২ মৃত্যু ১৮৭২ খ: ) । ইনি ১৮৬৯ হইতে ১৮৭২ খৃষ্টাব্দ পর্য্যন্ত ভাইসরয় ও গবর্ণর জেনারেলের পদে নিযুক্ত ছিলেন । আগুণমান-দ্বীপে স্বৰ্য্যান্ত দেখিবার সময়, মিয়ারআলি নামক এক নিষ্ঠুর ওয়াহেৰী-কয়েদী, পিছন হইতে ছোর দ্বারা আঘাত করিয়৷ ইহাকে হত্যা করে । কলিকাতা সেকালের ও একালের । –ੋ੩. চিত্রকরের নাম ও অন্যান্য মন্তব্য । ভি, প্রিন্সেপ আর, এ। এ, ই, ক্যাডি । উত্তরপূৰ্ব্ব দিকের সিড়ির পথে। ( গ্রাউণ্ড-ফ্লোর ) ১৭। সেখ করিমবক্স— লাট সাহেবের ৰভু-খানলামা ) { ۹۹ عدس هند १.:) ! লর্ড ডালহৌসীর আমল | তুষ্টতে, লর্ড লিটনের আমল পৰ্য্যস্ত, এই করিমবক্স লাটপ্রাসাদের হেড-থানসামী ছিল । সাত্তজন বড়লাটের অধীনে এই ব্যক্তি হেড়-থান" সামীর কাজ করে ।