পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯০৬ কলিকাতা সেকালের ও একালের । এম, এ, ডি, এল। (গ) ভারতেশ্বরী মহারাণী ভিক্টোরিয়া প্রভৃতির ििजल মূৰ্ত্তি স্থাপিত। ভিক্টোরিয়ার এই প্রতিকৃতিটা, মহারাজা স্যর সৌরীন্দ্রমোহন ঠাকুর, ইউনিভারসিটাকে উপহাররূপে দান করেন। এতদ্ভিন্ন রেভারেও কে, এম, বন্দ্যোপাধ্যায় এবং রায় বাহাদুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি । অনেক প্রতিভাবান ব্যক্তির প্রতিকৃতিও এই সেনেট-ছাউসের মধ্যে আছে। স্বয়ং বড়লাট বাহাদুরগণ, ইহার “চ্যান্সেলারের” কার্য্য করিয়া থাকেন। বর্তমান যুগে, মহাপণ্ডিত ও প্রাজ্ঞ, অনারেবল মিষ্টার জষ্টিস, স্যর আশুতোষ মুখোপাধ্যায়, এম, এ, ডি, এল, স্বরস্বতী মহোদয়, ভাইস-চ্যান্সেলারের পদে নিযুক্ত থাকিয়া, অতীব দক্ষতার সহিত সৰ্ব্ববিধায়ে এই কলিকাতা ইউনিভার্সিটর উন্নতি-সাধন করিয়া গিয়াছেন। বর্তমান যুগের ল-কলেজ, ইউনিভার্সিটী-লাইব্রেরী প্রভৃতি র্তাহার সর্বতোমুখী প্রতিভা ও উদ্যমের নিকট যথেষ্ট ঋণী। স্যর আশুতোষ মুখোপাধ্যায় মহাশয়, ভবানীপুরের স্বনামখ্যাত ডাক্তার গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের উপযুক্ত পুত্র ও বঙ্গদেশের অলঙ্কার স্বরূপ। তাহার কায় এরূপ সৰ্ব্ববিষয়িণী প্রতিভাবান বাঙ্গালী, ৰঙ্গদেশে খুব কম জন্মিয়াছেন। স্যর আশুতোষ মুখোপাধ্যায়, বর্তমানে ভাইস-চ্যান্সেলারের উচ্চপদ হইতে অবসর লওয়ার পর, সুপণ্ডিত মহাপ্রাক্ত, অনারেবল ডাক্তার দেবপ্রসাদ সৰ্ব্বাধিকারী এম, এ, বি, এল মহোদয় এই দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত হইয়াছেন। ডাক্তার সর্বাধিকারীর মত যোগ্য ব্যক্তিকে, এই পদে নিয়োগ করায়, বঙ্গবাসী মাত্রেই গবৰ্ণমেণ্টের নিকট কৃতজ্ঞ । বেথুন-কলেজ । অনারেবল জে, ই, ডি বেথুন মহোদয়ের চেষ্টায়, স্ত্রী-শিক্ষার উৎসাহ স্বানের জন্য, এই বেথুন-কলেজ প্রতিষ্ঠিত হয়। কৰ্ম্মময় জীবনের প্রথম অবস্থায়, বেথুন সাহেব বিলাতের হোম-আফিসের একজন কৌন্সলী ছিলেন। ১৮৪৮ খৃঃ অৰে তিনি গবর্ণমেণ্টের Law Member বা আইন-বিভাগের সদস্যরূপে নিযুক্ত হইয়। এদেশে আসেন। বাজলার তৎকালীন ডেপুটীগবর্ণর, অনারেবল স্যরজন লিটলার সাহেব, u३ বেথুন-কলেজের ভিত্তি প্রস্তর স্থাপিত করেন। (১৮৫০ খ্ৰীঃ)। বেথুন কলেজে, বঙ্গদেশীয় বালিকারাই শিক্ষা লাভ করিয়া থাকে। এই কলেজ হইতে অনেক মহিলা, বি, এ, এম, ७, यकृङि •न्नैौक्रां★ ऐउँौर्ष शरेब्र, रु८णरजब्र गन्यांन ब्रक्र कब्रिब्र मॉनिt७