পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెలb কলিকাতা সেকালের ও একালের । হাসপাতালের প্রথম কাৰ্য্য সুচনা হয়। এই সহরের স্বপ্রসিদ্ধ বরণ কোং ইসপাতাল বাটটির একটা নক্সা প্রস্তুত করিয়া দেন। বাড়িটার নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ হইতে, চারি বৎসর সময় লাগিয়াছিল । ১৮৫২ খ্ৰীঃ অব্দের ১লা ডিসেম্বর, ইহা সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হয়। পুরাতনবাটীর সঙ্গে বৰ্ত্তমানে আরও কয়েকট নূতন বাটী ইহার সহিত সংযুক্ত হইয়াছে। এই হাসপাতালে তিন চারিশত রোগীর স্থান সমাবেশ হইতে পারে। মেডিকেল-কালেজ হাসপাতাল বাটীসংলগ্ন, ইডেন-হাসপাতালট কেবল মাত্র স্ত্রীলোকদের জন্য ব্যবহৃত হয় । বাঙ্গালার ভূতপূৰ্ব্ব লেফটেনেন্ট গবর্ণর, স্যর এসলি ইডেনের নাম চিরস্মরণীয় করিবার জন্ত, এই হাসপাতালের প্রাণপ্রতিষ্ঠা হইয়াছে। কলিকাতার লাহ-বংশের বিখ্যাত ধনী বাবু শ্যামাচরণ লাহা, রায় অমূতনাথ মিত্র বাহাদুর প্রভৃতি পরদুঃখকাতর হিন্দু মহাত্মাগণের বদান্যতায় একটা চক্ষুরোগের হাসপাতালও মূল হাসপাতালের সীমানিবদ্ধ হইয়াছে। হীরালাল শীলের বংশধর, চুনীলাল, শীল মহাশয় Out Door Patient fatta sai একটা স্বতন্ত্র হাসপাতাল করিয়া দেন । এই ইাসপাতাল সংশ্লিষ্ট, এজরা হাসপাতাল, স্বনামখ্যাত ইহুদী-সওদাগর বিবি এজরার ব্যয়ে নিৰ্ম্মিত । মেডিকেল-কালেজ হাসপাতাল নিৰ্ম্মাণকার্য্যে, অনেক বাঙ্গালীধনী মুক্তহস্তে অর্থব্যয় করিয়া গিয়াছেন। র্তাহাদের নাম হাসপাতালের মধ্যে একটী প্রস্তরফলকে লিখিত আছে। এই হাসপাতাল সমূহের একমাত্র অধ্যক্ষ বা সৰ্ব্বময় কৰ্ত্তা, মেডিকেল কলেজের প্লিন্সিপাল সাহেব । মেও হাসপাতাল । ষ্ট্রীও-রোডের উপর, মেও-নেটিভ-ইাসপাতাল প্রতিস্থাপিত। এই হাসপাতালটী, এদেশীয় লোকের ব্যবহারের জন্য, প্রস্থত হইয়াছে। প্রাচীন কলিকাতাতেও এদেশীয় লোকের চিকিৎসার জন্য একটা নেটিভ-ইাসপাতাল স্থাপিত হইয়াছিল। ১৭৯৩ খৃঃ অব্দে তদানীন্তন গবর্ণর-জেনারেল, স্যর জন শোরের (লর্ড টেন্‌মাউ) যত্নে এই প্রথম নেটিভ-হাসপাতালের প্রাণপ্রতিষ্ঠা হয়। বৰ্ত্তমানে যে বাটটি ফৌজদারি-বালাখানার ८याप्छ অবস্থিত, সেই স্থানেই এই দেশীয় হাসপাতাল প্রথম খোলা হয়। অতীতকালে গবৰ্ণর শোর সাহেবের ও সেন্টজন গির্জার তৎকালীন জনৈক পাদরী রেভারেও জন ওয়েনের চেষ্টায়, এই দেশীয় হাসপাতালট সর্বপ্রথম স্থাপিত হয় ।