পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

冷めb" কলিকাতা সেকালের ও একালের ।

    • - I লড কর্ণওয়ালিস।

দশশালা-বন্দোবস্তের বিধাতা, লর্ড কর্ণওয়ালিসের, এক স্ববৃহৎ প্রস্তরমূৰ্ত্তি টাউনহলের মধ্যে সংরক্ষিত আছে। ইহঁরই আমলে, মহীশূর-যুদ্ধ সংঘটিত হইয়া, টিপু সুলতানের পতন হয় এবং পুনরায় ইহারই চেষ্টায় মহীশূরের গদীতে হিন্দু রাজা প্রতিষ্ঠিত হয়েন। এই রাজবংশ, এখনও মহীশূরে রাজত্ব করিতেছেন। ১৭৮৭ খৃঃ হইতে ১৭৯৩ খ্ৰীষ্টাব্দ পর্যন্ত লর্ড কর্ণওয়ালিস গবর্ণর-জেনারেলের পদে অভিষিক্ত ছিলেন। ১৮০৫ খৃষ্টাকে ইনি দ্বিতীয়বার গবর্ণর-জেনারেলের পদে নিযুক্ত হন । এদেশে আসিবার আড়াই মাস পরে, গাজিপুরে তিনি পীড়িত হইয়া পড়েন ও তথায় র্তাহার দেহান্ত হয়। বোম্বে, মান্দ্রাজ ও কলিকাতা এই তিনট প্রধান সহরেই,'র্তাহার প্রস্তরমূৰ্ত্তি স্থাপিত আছে। লড ক্যানিং। গবর্ণমেণ্ট-হাউসের দক্ষিণ-পশ্চিম কোণে, এক তৃণাকৃৎ ক্ষেত্রে লর্ড ক্যানিংএর পিত্তল প্রতিমূৰ্ত্তি প্রতিষ্ঠিত। ইহার শাসনকালে, স্বপ্রসিদ্ধ সিপাহীবিদ্রোহ ঘটে। ১৮৫৮ খ্ৰীষ্টাব্দের ১৮ই নবেম্বর, ইংলণ্ডেশ্বরী মহারাণী ভিক্টোরিয়া ভারতের শাসন-কর্তৃত্বভার স্বহস্তে গ্রহণ করেন। এই সময় হইতে ধরিতে গেলে, কোম্পানীর রাজত্বের অবসান হয়। লর্ড ক্যানিং-সমগ্র ভারতবর্ষের প্রথম রাজ-প্রতিনিধি বা ভাইসরয়এর পদ লাভ করেন। ১৮৬১ খৃষ্টাব্দে বারাকপুরে লেডী ক্যানিংএর মৃত্যু হয়। ১৮৭২ খ্ৰীষ্টাব্দে লর্ড ক্যানিং বিলাতে চলিয়া যান ও ইংলণ্ডে পৌছিবার কয়েক সপ্তাহ পরে, তাছার পরলোক প্রাপ্তি হয়। লর্ড লরেন্স । লর্ড লরেন্সের এই ষ্টাচুটী, গবর্ণমেন্ট-হাউসের দক্ষিণ দিকের ফটকের ঠিক সম্মুখে অবস্থিত। জন লরেন্স, কোম্পানীর আমলের একজন প্রতিভাবান সিবিলিয়ান ছিলেন। তাহার স্বন্দোবস্তের গুণেই, নববিজিত পঞ্জাৰে সেই ভয়ানক সিপাহী-বিদ্রোহ সময়েও, কোনরূপ অশান্তি উপস্থিত হয় নাই। তাহার পূৰ্ব্বে বা পরে, সিবিল-লাৰ্ব্বিস হইতে নিৰ্ব্বাচিত হইয়া কেহই ভারতের সর্বময় কর্তৃত্বলাভ করেন নাই । তাহার আমলে, প্রথম শিমলা-শৈল-প্রবাস আরম্ভ হয়। ভূটানযুদ্ধ ও উৎকলের মহাদুৰ্ভিক্ষ, ইহঁীর শাসনকালের অল্প ছুইট প্রধান ঘটনা। అ8 হইতে ১৮৬৮ খ্ৰীঃ