পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిషి 8 কলিকাতা সেকালের ও একালের । “প্রস্রবণ” প্রদান করিয়া গিয়াছেন । ইহাই “লেডী-কজনের ফাউন্টেন” নামে বিখ্যাত । " লড হেষ্টিংস। g ডালহৌসী ইন্সটিউটের বারান্দায়, গবর্ণর জেনারেল লর্ড হেষ্টিংসের খেত প্রস্তরময় মূৰ্ত্তি স্থাপিত ইনি আরল ময়রা এবং লর্ড হেষ্টিংস এই দুই নামেই পরিচিত। ১৮১৩ হইতে ১৮২৩ খ্ৰীষ্টাব পর্য্যস্ত ইনি গবর্ণর-জেনারেলের পদে নিযুক্ত ছিলেন । ইহঁর আমলে, বৰ্ত্তমান ষ্ট্রীও-রোড ও ময়দান মধ্যবর্তী পথগুলি প্রথম নিৰ্ম্মিত হয়। পুরাকালে, এই ষ্ট্রাণ্ড-রোড গঙ্গাগর্ভে নিমজ্জিত ছিল । ভারতীয় রাজকৰ্ম্ম হইতে অবসর গ্রহণের পর, লর্ড হেষ্টিংস, মাল্টার গবর্ণর পদে নিযুক্ত হন এবং এই মাল্টাতেই তাহার মৃত্যু হয়। সাধারণের চাদায়, লর্ড হেষ্টিংসের এই শ্বেত মর্শ্বরময় মূৰ্ত্তিটা প্রতিষ্ঠিত হইয়াছে। দ্বারভাঙ্গার মহারাজা । ডালহৌসী-স্কোয়ারের কোণে, লালদীঘির এক প্রাস্তে, হেয়ার-স্ট্রীটের মোড়ের উপর, মহারাজা স্যার লক্ষ্মীশ্বর সিং বাহাদুর, মহারাজ অব দ্বারভাঙ্গর শ্বেতপ্রস্তর মূৰ্ত্তি স্থাপিত। মহারাজ বীরবেশে তরবারি হস্তে গদীতে উপবিষ্ট, এইভাবেই মূৰ্ত্তিটা সংগঠিত। অনুশ্লো ফোর্ড নামক জনৈক খ্যাতনাম। ইংরাজ-স্থপতি এই মৃষ্ট্ৰিট গঠন করেন। ১৯০৪ খৃষ্টাব্দে বঙ্গদেশের তদানীন্তন গবর্ণর স্যর এনদ্র ফ্রেজার সাহেব কর্তৃক এই মূৰ্ত্তি প্রতিষ্ঠা হয়। ১৮৯৮ খৃঃ অক্সে ৪৩ বৎসর বয়সে মহারাজা লক্ষ্মীশ্বর সিংহের মৃত্যু হয়। তৎপরে তাহার ভ্রাতা মহারাজা স্যর রামেশ্বর সিং বাহাদুর, দ্বারবঙ্গের গদিতে আরোহণ করেন। দ্বারবঙ্গ রাজ্যের আয় ত্রিশ লক্ষের উপর । ১৮৮৩ খ্রী: অব্দে মহারাজা লক্ষ্মীশ্বর বড়-লাট বাহাদুরের কৌন্সিলের সদস্য পদে নিযুক্ত হইয়াছিলেন । সৰ্ব্ববিধ লোক হিতকর কার্য্যে ও সভা সমিতিতে তিনি যোগদান করিতেন। স্যর এসৃলি ইডেন। লালদীঘির বাগানের মধ্যে রাইটাস-বিল্ডিংসরে সম্মুখে, বঙ্গেশ্বর স্যর এস লি ষ্টডেনের প্রস্তর-মূৰ্ত্তি স্থাপিত। ইনি ১৮৭৭ খৃঃ অন্ম হইতে ১৮৮২ খ্ৰীঃ অদ পর্য্যন্ত, যঙ্গের লেফটেনাণ্ট-গবর্ণরের পদে নিয়োজিত ছিলেন । ২৯ বৎসর বয়সে, তিনি গবর্ণমেণ্টের বোর্ড অব