পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। సెళs জমিদারী কতকগুলি পরগণা ও ডিহিতে མོ་ཟླ་ श्हेब्रा दिकद्र इडेब्रा গিয়াছিল ।* 纖 娜 মহারাজ রামকৃষ্ণ ১৭৯৫ খৃঃ অঙ্গে মৃত্যুমুখে পতিত হন। তাছার দুই পুত্র কুমার বিশ্বনাথ ও শিবনাথ । এই সময়ে জমিদারীর আয় মাত্র ২৭,০০,• • •N টাকায় পৰ্য্যবসিত হইয়াছিল। মহারাজ রামকৃষ্ণু তাহার জমিদারী পূর্বেই পুত্রদ্বয়ের মধ্যে বিভাগ করিয়া দিয়াছিলেন। জ্যেষ্ঠ মহারাজা বিশ্বনাথ ১৮,০০,০০০২ টাকা আয়েয় সম্পত্তি প্রাপ্ত হইয়াছিলেন। এবং কনিষ্ঠ মহারাজা শিবনাথ সমস্ত দেবোত্তর ও লাখেরাজ জমিদারী প্রাপ্ত হইয়াছিলেন। ইহঁ্যর অংশের বার্ষিক মোট লাভ ৯,•••••২ টাকা । মহারাজা বিশ্বনাথ ও মহারাজ। শিবনাথ উভয়েই বিষয়কাৰ্য্যে অত্যন্ত অমনোযোগী ছিলেন, কাজেই তাহাদিগের জমিদারীর অবস্থা উত্তরোত্তর } দুর্দশপল্প হইয়া পড়িতে লাগিল । - - * ..." মহারাজা বিশ্বনাথ, নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন। র্তাহার বিধবা পত্নী মহারাণী কৃষ্ণমণি, মহারাজা গোবিন্দচন্দ্রকে পোষ্যপুত্র গ্রহণ করেন। মহারাজ। গোবিন্দচন্দ্র, সাবালক হইবার অল্পদিন পরেই দেহত্যাগ করেন। তিনিও নিঃসস্তান ছিলেন। র্তাহার পত্নী মহারাণী শিবেশ্বরী, মহীয়াজ। গোবিন্দনাথকে পোষ্যপুত্র গ্রহণ করেন। মহারাজা গোবিন্দনাথও অপুত্রক অবস্থায় দেহত্যাগ করায়, তাহার পত্নী জগদীন্দ্রনাথ রায়কে পোষ্যপুত্র গ্রহণ করেন। কুমার জগদীন্দ্রনাথ ১৮৭৭ :অস্বেয় ১লা জানুয়ারী তারিখে, “মহারাজা” উপাধি পাইয়াছিলেন। ইনিই এক্ষণে নাট্যের রাজবংশের বড় তরফের উজ্জল কোহিকুর । 爵 অনারেবল মহারাজ জগদীন্দ্রনাথ, একজন সাহিত্যসেবী। লাট-কৌন্সিলের সদস্যপদে নিযুক্ত হইয়। তিনি দেশের হিতসাধন করিতে সৰ্ব্বদাই. অগ্রসর । নানাবিধ লোক হিতকর সভাসমিতিতেও তিনি মহোৎসাহে যোগদান করিয়া থাকেন । সম্প্রতি তিনি “মানসী" পত্রিকার সম্পাদকীয়

  • ওয়েষ্টল্যাও সাহেব বলেন—ভুষণার তালুকই বহুবিধু পরগণায় বিভক্ত হইয়া বিক্রয় হইয়া যায়। নলী, সাহজালাল, সাতোড় মুকিমপুর প্রভৃতি বড় বড় তালুকগুলিও এই দশ। প্রাপ্ত হয় । আড়পাড়ার বড় তালুকখানি গোবরডাঙ্গা জমীদার বংশের আদিপুরুষ খেলারাম মুখোপাধ্যায় মহাশয় ক্রয় করেন। ঠাকুর বংশের পূর্বপুরুষ গোপীমোহন ঠাকুর, কানেশাপুর foss stro stors form was (westland's Jessore. p. 63.)