পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిరి কলিকুতুহল। দিগের দেশীয় বেদেতে নিগুণকে সৰ্ব্বশক্তিমান ও নিক্রিয়কে সৰ্ব্বকৰ্ত্ত এবং নিরিন্দ্রিয়কে সমস্ত ফলদাতা কোন স্থানেই বলেন নাই, যেহেতু বেদবক্ত মহর্ষিগণ এমত উন্মাদগ্ৰস্ত ছিলেন না যে তাছার এক সময়ে যাহাকে অন্ধ বলেন অন্য সময়ে তাহকেই চক্ষুষ্মান বলিয়াথাকেন । তবে যাহার বেদের অর্থ বুঝেন না তাহারাই বেদবক্তাদিগকে উন্মত্ত বলিতে বাধিত হন । অপর তোমরা যে আপনদিগের শুভাশুভ বিলক্ষণ জান তাহা তোমার কথাতেই পরিচয় পাওয়া গেল। আহ ! এমন জ্ঞানবাৰু কি আর জন্মে ৮ পরমেশ্বর তোমদিগের পশ্চাদ্ভাগে একটি পুচ্ছ দেন নাই কেন? আমরা এখন তাহাই ভাবিতেছি। কারণ পুচ্ছবান মাহাত্মার যে প্রকার নিঃসঙ্কোচে অভিলাষমত আহারীয় সামগ্রী প্রাপ্ত হইলে লগুড়াঘাত না মানিয়াও তদুপভোগে প্রবৃত্ত হন সেইপ্রকার তোমরাও স্বভাবতঃ প্রবৃত্ত হইয়ার্থাক । ব্রাহ্ম। পরমেশ্বর আমাদিগের পুচ্ছ দেন নাই বলিয়া তোমরা খিদ্যমান হইতে পার বটে, কেনন। তাহা হইলে তোমরা আমাদিগকে স্বদলে ভুক্ত করিতে পারিত । কিন্তু জগৎকৰ্ত্ত এমত অবিবেচক নহেন যে তিনি মন্থয্যের পুচ্ছ দিবেন। বিবেচনা করিয়া দেখ দেখি তোমরা পুচ্ছ পাইবার যোগ্য কি আমরা পুচ্ছ পাইবার যোগ্য? পরমেশ্বর জগতী