পাতা:কলিকুতূহলনামুক গ্রন্থ.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

グ কলিকুতুহল। অধৰ্ম্মে মজিবে সব দেশ। রোগ শোক অভিভবে পাই বহু ক্লেশ ৷ কত না কহিব আর বিস্তার বর্ণন । লিখিতে কম্পিত যাহ। এ ঐ নারায়ণ । অথ কলিনিগ্ৰহাৰ্থ রাজার দিগ্বিজয়োদাম । পয়ার ! এইৰূপ মুনিবাক্য শুনিতেই ৷ হইল দুৰ্জ্জয় ক্রোধ নৃপতির চিতে। প্রভাততপন হেন যুগল নয়ন। দশনে সঘন দংশে রন্ধন ছদন। দ্রুকুটা ক্ৰভঙ্গে অঙ্গ হইল কম্পিত। করেতে কার্যুক লয়ে করেন লুঙ্কিত। কহিছেন ঋষিগণে ক্ষুদ্রত অধর কহু কোথা আছে এবে সে মূঢ় পামর কেমন আকৃতি তার কোন স্থানে থাকে। পাইলে উচিত শাস্তি দিব আমি তাকে ধিক২ ধিক মম থাকিতে জীবন । আমার রাজ্যেতে কলি করে আক্রমণ ॥ বৃথা মোর পাণ্ডবের কুলেতে জনম । বৃথা আমি ধরিয়াছি রাজন্যবিক্রম। মুদি আমি তারে দণ্ড করিতে না পারি। ধরাতে কেমনে তবে হব দণ্ডধারী। মুনিগণ কম নৃপ শুন বিবরণ। প্রত্যক্ষেতে হওয়া ভার তাহার দর্শন । নৃপদেহ অবলম্ব করিয়াসে থাকে। কিন্তু কভু স্পৰ্শি