পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔ কলিযুগ । জ্ঞান-ধৰ্ম্ম সাম্রাজ্যের একত্র সঙ্গতি, সমস্তই সুশৃঙ্খল সামঞ্জস্য সব । সেকন্দর সহ তদা য়ুনানী সকল । জয় করিবারে দেশ ভারতে পৌছিল ; সিন্ধুপারে কিছু দূর আইল সবল, আর অগ্রসর হতে সাহসী না হ’ল । আর্যা-গৌরবের শেষ যা ছিল তখন পূর্ব-তুলনায় তাহ সামান্য কিঞ্চিৎ, তথাপি যা’ দে’থেছিল বিদেশীয়গণ —রাজ্যের সুসভ্য-ভাব, প্রজার চরিত, দয়া, প্রেম, সত্য, নিষ্ঠা, সাম্যের বিধান , প্রচ্ছন্ন চৌদিকে বহু জ্ঞানরত্ব-খনি,ভেবেছিল তা'রা সব পর্ববত সমান-- দেশে গিয়া প্রশংসিল সহস্ৰ বাখানি। . বহুপরে এসেছিল চীন দুই জন বুদ্ধের আলয়ে বুদ্ধ পূজিবেক বলে ; উভে প্রকাশিল মত করি পর্যটন, ---অসত্য, চৌর্য্যের চিন্তু কোথাও না মিলে।ঙ্গ

  • ৪০০ খৃঃtবে ফল হিয়ান চীনদেশ হইণ্ডে ভারতবর্ষে আসিয়া পঞ্জাব, কাশ্মীর, মথুর, মধ্যখণ্ড প্রভৃতি বহু জনপদ পরিদর্শন করেন। এই প্রকারে ছয় বৎসরকাল পৰ্যটনস্তর সিংহল ও ঘবদ্বীপ হইয় স্বদেশে প্রত্যাগমন করতঃ "ফো-কুয়ে