পাতা:কলিযুগ (চন্দ্রশেখর সেন).djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিযুগ । ●歌 এতদূর মনুষ্যতা, উদারতা, ভবে যারা প্রচারিলে । তারা সব স্তুবৈজ্ঞানিক লোকায়তিক, অমূল্য-জীব সৰ্ব্বকালে ৷ এ সকল প্রেমিক-প্রধান, নববিধান, আদর ক’রে নিলে দলে । পূর্ণ হইবে অঙ্গ, প্রেম-তরঙ্গ, উঠবে প্রেমের তুফান তু’লে – ঘুচে যাবে গণ্ডগোল, বল হরিবোল, - এ বিশ্বের সকলে মিলে । জড়-চৈতন্য যত, বাস্পগত, ষে যেখানে ক্ষিতি জলে ৷ পাগল-দাস-চন্দ্রে বলে, এরূপ হ’লে, কি মজা এই কলিকালে । ভবতুফানে পড়ে কে’দনারে, শক্ত হ’য়ে ব’স হ’লে ৷ মোক্ষ-ফল হাতে পাবে, পার হইবে, ভবসিন্ধু অবহেলে । পরিত্রাণ হ’বে নাকি, বল দেখি, # সিন্ধুতে বিন্দু মিশা’লে ৷ করি ভাই কোলাকুলি, ভক্ত মিলি’ 籲 ধরি' সবায় গলে গলে ।