পাতা:কল্পদ্রুম তৃতীয় খণ্ড.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φάιν' কল্পক্রম | তথায় চাকরীর মুখ কি প্রকার, তৎসমুদয়ও জানিয়া লইলেন। পরে নানা কথার পর কাশী বাবু কহিলেন “ আপনার জামালপুরের ভূখণস্বরূপ, আপনার এখানকার হর্তা কর্তা বিধাতা। আপনারাই এখানকার.রবি, শশী তারা। আপনার জাত্যংশে শ্রেষ্ঠ না হইলেও শ্ৰেষ্ঠ। কুলীন না ইইলেও কুলীন। আপনার কুরূপ হইলেও অধীনস্থ কেরাণীর চক্ষে স্বরূপ এবং নিগুৰ্ণ হইরেও তাদের নিকট আপনাদের গুণে প্রজম দেওয়: না । লোকের পূর্ব জন্মের তপস্যার বলেই আপনাদিগের সহিত আলাপ হয়। লোকের গত জন্মের পুণ্য সঞ্চয় থাকলে তবে আপনারা তাহাকে কেমন আছ বলে জিজ্ঞাসা করেন । আপনারা জাতিচু্যতকে জাতি দিতে পারেন । নিগুৰ্ণকে গুণ দিতে পারেন এবং গোমূর্খকেও চাকরী দিতে পারেন। আপনাদের এক কথায় চাকরী হয়, এক কথায় চাকরী যায়, এক কথায় মাইনে বাড়ে। আপনার এখানকার যজ্ঞেশ্বর শিব, আপনার যে যজ্ঞে উপস্থিত না হন, সে যজ্ঞ নষ্ট হয়। আপনারা এখানকার হুতাশন, যেহেতু যথেষ্ট গ্রাস । কচ্চেন। আপনাদের গুণ অব্যক্ত, অসীম এবং অনন্ত। ইহারা সকলে এই সমস্ত গুণ শ্রবণেই অদ্য আলাপ করতে এসেছেন । বাবুরা “ হে হে ” শব্দে হাসিতে লাগিলেন এবং এক জন কহিলেন “ মহাশয়! আমরা কোন গুণেই গুণী নহি । এখানে কি আপনাদের কোন প্রয়োজন আছে ? ” কাশী। ইহাদের একান্ত ইচ্ছ, এই বালকটর এখানে একটু কৰ্ম্ম কাজ হয় । । - এই কথা শ্রবণে বাবুর “ দ " হইতে অবশ্য অবশ্য শব্দের তরঙ্গ উঠিতে লাগিল। ঝিনে গলায়, মোট গলায়, ভাঙ্গ গলায় এবং তোতলা গলায় যেন অবশ্য অবশ্য শব্দের ঢেউ উঠিতে লাগিল । এক জন কহিলেন “ কেন না চাকরী হবে, সকলেরই যখন হোচ্চে উহারও হবে । ২ । ৪ বৎসর বাসা করে। থেকে কোন অফিসে কাজ কৰ্ম্ম শিক্ষা করলে আলবৎ চাকরী হবে । দেবগণ দেখিলেন এখানে কোন ফল হইবে না, অতএব কাশী বাবুর সহিত সকলে গাত্রে থান করিলেন। তাহারণ ডাকঘরের নিকট দিয়া যাইয়া যেমন রেলওয়ে লাইনের গেটের নিকট উপস্থিত হইলেন, অমনি গেটম্যান এগট বন্ধ করিল। কারণ,এই সময় একখানি গুডস টেণ রওনা হইবে বলিয়া বংশীর দ্বার সঙ্কেত করিতেছিল। গেট বন্ধ হওয়ায় অগত্য সকলে গেটের,