পাতা:কাদম্বরী (চতুর্থ সংস্করণ).djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

न्कiप्लक्ढ़ी ॥ سره نج বদ্ধ হইয়াছি। সম্মুখে এক বিকটাকার ব্যাধ দণ্ডায়মান। তাহার ভীষণ মূৰ্ত্তি দেখিয়া কলেবর কম্পিত হইল এবং জীবনে নিরাশ হইয়া ব্যাধকে সম্বোধন করিয়া কহিলাম ভদ্র । তুমি কে, কি নিমিত্ত আমাকে জালবদ্ধ করিলে ? যদি আমিষলোভে বদ্ধ করিয়া থাক, নিদ্রাবস্থায় কেন প্রাণ বিনাশ কর নাই ? যদি কৌতুকের নিমিত্ত ধরিয়া থাক, কৌতুক নিবৃত্ত হইল, এক্ষণে জাল মোচন করিয়া দাও। নিরপরাধে কেন আর যন্ত্রণা দিতেছ? আমার চিত্ত প্রিয়জনদর্শনে অত্যন্ত উৎকষ্ঠিত, আর বিলম্ব সহে না। তুমিও প্রাণী বট, বল্লভজনের আদর্শনে মন কিরূপ চঞ্চল হয়, জানিতে পার। ৪ - কিরাত কহিল আমি চণ্ডাল বটি, কিন্তু অমিষলোভে তোমাকে জলবদ্ধ করি নাই। আমাদিগের স্বামী পক্কণদেশের অধিপতি। তাহার কন্যা শুনিয়াছিলেন জাবালি মুনির আশ্রমে এক আশ্চৰ্য্য শুকপক্ষী আছে। সে মমুষ্যের মত কথা কহিতে পারে। শুনিয়া অবধি কৌতুক ক্রান্ত হইয়াছিলেন এবং অনেক ব্যক্তিকে ধরিবার আদেশ দিয়াছিলেন। অনেক দিন অনুসন্ধানে ছিলাম। আজি সুযোগক্রমে জালবদ্ধ করিয়াছি। এক্ষণে লইয়া গিয়া তাহাকে প্রদান করিব। তিনিই তোমার বন্ধন অথবা মোচনের প্রভু। কিরাতের কথায় সাতিশয় বিষন্ন হইলাম। ভাবিলাম আমি কি হতভাগ্য ! প্রথমে ছিলাম দিব্যলোকবাসী ঋষি ; তাহার পর সামান্ত মানব হইলাম ; অবশেষে শুকজাতিতে পতিত হইয়া জালবন্ধ হইলাম ও চণ্ডালের গৃহে যাইতে হইল। তথায় চণ্ডালবালকের ক্রীড়ার সামগ্ৰী হুইব এবং ম্লেচ্ছ জাতির অপবিত্র অন্নে এই