পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হৃদয়-আসন কোমল দুখানি বাহু সরমে লতায়ে বিকশিত স্তন দুটি আগুলিয়া রয়, তারি মাঝখানে কি রে রয়েছে লুকায়ে অতিশয় সযতন গোপন হৃদয় । সেই নিরালায়, সেই কোমল আসনে, ছুইখানি স্নেহস্ফুট স্তনের ছায়ায়, কিশোর প্রেমের মৃত্যু প্রদোষ কিরণে আনত তাঁখির তলে রাখিবে আমায় ? কত না মধুর আশা ফুটিছে সেথায়— গভীর নিশীথে কত বিজন কল্পনা, উদাস নিশ্বাস বায় বসন্ত সন্ধ্যায়, গোপনে চাদিনী রাতে দুটি তা শ্রীকণা ৷ তারি মাঝে আমারে কি রাখিবে যতনে হৃদয়ের সুমধুর স্বপন-শয়নে ?