পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার অপমান সহিতে পারি প্রেমের সহে না ত অপমান । অমরাবতী তোজে হৃদয়ে এসেছে যে, তাহারো চেয়ে সে যে মহীয়ান । কুরূপ কভু তা’রে দেখিতে হয় কুরূপ দেহমাঝে উদিয়া, প্রাণের একধারে দেহের পরপারে তাই ত রাখি তা’রে রুধিয়া । আঁখিতে প্রকাশিতে চাহিনে তা’রে, নারবে থাকে তাই রসনা । মুখে সে চাহে যত নয়ন করি নত গোপনে মরে কত বাসনা । যদি সে কাছে আসে পালাই দুরে, আপন মন-আশা দলে’ যাক্ট,— পাছে সে মোরে দেখে থমকি’ বলে “এ কে !” দুহাতে মুখ ঢেকে চলে যাই । ૨ જે ૨