পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমর হইতে চাহ যদি, জেনো প্রেম সে মরণহীন ! তুমিও রবে না, আমিও র’ব না, দু’দিনের দেখা ভবে, প্রাণ খুলে প্রেম দিতে পার যদি তাহা চিরদিন র”বে । দুর্বল মোরা, কত ভুল করি, অপূর্ণ সব কাজ ! নেহারি’ আপন ক্ষুদ্র ক্ষমতা আপনি যে পাই লাজ । তা বলে’ যা’ পারি তা ও করিব না? নিস্ফল হব ভবে ? প্রেম ফুল ফোটে, ছোট হ’ল বলে’ দিব না কি তাহা সবে ? হয় ত এ ফুল সুন্দর নয় ধরেছি সবার আগে, চলিতে চলিতে আঁখির পলকে ভুলে কারো ভালো লাগে। ○○ルゲ