পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভৈরবী গান যারা গৃহছায়ে বসি সজল নয়ন মুখ মনে পড়ে সে সবার। এই সঙ্কটময় কৰ্ম্মজীবন মনে হয় মরু সাহারা, দূরে মায়াময় পুরে দিতেছে দৈত্য পাহারা । তবে ফিরে’ যাওয়া ভালো তাহদের পাশে পথ চেয়ে আছে যাহারা । সেই ছায়াতে বসিয়া সারা দিনমান তরু-মৰ্ম্মর পবনে, সেই মুকুল-আকুল বকুল-কুঞ্জ ভবনে, সেই কুহু-কুহরিত বিরহ-রোদন থেকে থেকে পশে শ্রবণে । সেই চির-কলতান উদার গঙ্গা বহিছে আঁধারে আলোকে সেই তীরে চিরদিন খেলিছে বালিকা বালকে । ধীরে সারা দেহ যেন মুদিয়া আসিছে স্বপ্ন-পার্থীর পালকে । ○や○