পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরহীর পত্র নিমেষের অন্তরালে কি আছে কে জানে, নিমেষে অসীম পড়ে ঢাকা— অন্ধ কাল-তুরঙ্গম রাশ নাহি মানে বেগে ধায় অদৃষ্টের চাকা । কাছে কাছে পাছে পাছে চলিবারে চাই জেগে জেগে দিতেছি পাহারা, একটু এসেছে ঘুম—চমকি তাকাই গেছে চলে কোথায় কাহারা ! ছাড়িয়া চলিয়া গেলে কঁাদি তাই এক অনন্তের মাঝখানে দুদণ্ডের দেখা তাও কেন রাহু এসে ঘিরে । মৃত্যু যেন মাঝে মাঝে দেখা দিয়ে যায় পাঠায় সে বিরহের চর। সকলেই চলে’ যাবে পড়ে র’বে হায় ধরণীর শূন্য খেলাঘর । গ্রহ তারা ধূমকেতু কত রবি শশী শূন্ত ঘেরি জগতের ভিড়, তারি মাঝে যদি ভাঙে, যদি যায় খসি’ আমাদের হ্ৰদণ্ডের নীড়,— q○