পাতা:কামিনী কুসুম নাটক.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । ミ? আমুর, গান্ধৰ্ব্ব, রাক্ষস ও পৈশাচ । ইহাদের মধ্যে কোন প্রকার বিবাহু দেশে আজ কাল প্রচলিত ? ঘটক । তার আবার জিজ্ঞাস্য কি ? অতি প্রাচীন কাল হইতেই আমাদের দেশের সভ্য সমাজে দুই প্রকার বিবাহই প্রচলিত-ব্রাহ্ম অ্যর প্রাজাপত্য । তন্মধ্যে ব্রাহ্ম বিবাহই সৰ্ব্বাপেক্ষা প্রশস্ত। বুঝলে কি না ? সুরেন্দ্র । ব্রাহ্ম বা প্রাজাপত ৰিবাহ পূৰ্ব্বে প্রচলিত ছিল, সন্দেহ কি। কিন্তু আজি কাল কিরূপ প্রচলিত ? তfরাকালী । কেন, আজও ভাই চ’ল’ছে। যত দিন হিন্দুধৰ্ম্ম বিদ্যমান থাকবে, তত দিন ইহাই প্রচলিত থাকবে । ঘটক। এই— এইঃ-কথাই ত । সুরেন্দ্র। পূর্কের ন্যায় বিবাহ প্রচলিত কোথায়? চূড়ামণি মহাশয়, ব্রাহ্ম বিবাহ কা'কে বলে ? ঘটক । শাস্ত্রের মতে ধরিলে, ব্রাহ্ম বিবাহ কি জান—“সবিশেষ বস্ত্রীলঙ্কারাদি দ্বারা বর কন্যার আচ্ছাদন ও পূজনপুরঃসর বিদ্যাসদাচারসম্পন্ন বরকে যে কন্যা দান, ছাদৃশ দান সম্পাদ্য বিবাহকে ব্রাহ্ম বিবাহ বলে ।” সুরেন্দ্র। শাস্ত্রের মতে এক প্রকার, ভবে অশাস্ত্রও চলে। ঘটক । তুমি ত বড় নিৰ্ব্বোধ হে, ভাই কি বল্লাম! আজি কাল ভ ব্রাহ্ম বিবাহই প্রচলিত। সুরেন্দ্র । আপনি ব্রাহ্ম বিবাহের যা ব্যাখ্যা করলেন প্রচলিত প্রথাভে সেরূপ কোথায় ? “অপ্রার্থক বরকে কন্যাদান” ইত্যাদি কৌলিন্যকন্টকের মধ্যে কোথায় ?