পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । à নিতে হবে। কমিনি ! এই কি তোর ধৰ্ম্ম ; এত দিন খাওয়ালাম. পরালাম, শেষকালে কি না তুই আর এক জনের হলি ? ( অন্যমনে গান করিতে করিতে ) গীত। পদী রে! তবু আমি আছি ভোঁর । এত যে খারাবি কর লি মোর ॥ মেগে পেতে কর্জ করে, খাওয়ালাম পরালাম তেীরে, এখন কেবল বাকি আছে, হতে সিঁদেল চোর ॥ ও বাব! ! এ কোথায় এসে পড়েছি, সত্যি · সত্যি কি শেষে এই বাড়ির মালিক হয়ে দাঁড়াব ? কিন্তু ভিতরটা কেমন কেমন কচ্চে যে ; মন ! সাহস ধর, (বুক ফুলাইয়া সাহসের ভঙ্গিমা) (নেপথ্যে হঠাৎ প্রহারের ধ্বনি ও উড়ে বেয়ারাদিগের “মেরে পকাই দিল, পকাই দিল” ইত্যাদি শবদ) ও বাবা ! এ আবার কি ? এখানে লোক