পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় গর্ভাঙ্ক । পূর্ণ বাবুর বৈঠকখানা। আদ্র মন্তক পূৰ্ণবাবুকে লইয়। বিধুমুখীর প্রবেশ ও উভয়ের কোঁচে উপবেশন । পূর্ণ। আমার মদ খাওয়াটা অভ্যাস নাই; আজকের আমার বৃদ্ধর ভারি অনুরোধ করে ধরলে তাই একটু মুখে ঠেকিয়েছিলেম। বিধুমুখী। (স্বগত) ত কেমন ! (প্রকাশ্যে) যা হয়ে গ্যাছে, হয়ে গ্যাছে। অনুতাপ ত করেছ; আর কেন? আর যেন কখন খেও না। পূর্ণ। (স্বগত) অনুতাপ করিয়েই যে ছেড়ে দিলে, এই ঢের ! ( প্রকাশ্যে) আমি আবার মদ খাব, ইহ জন্মে , তো আর না।