পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক ર? বিধু। (উঠিয়া) বিশ্বাস , আমি জেনে শুনে তোমার ফঁাদে পড়তে চাইনে, এই আr মীর অপরাধ । পূর্ণ। (উঠিয়া) ও ! সন্দেহটা কি ভয়ানক জিনিস্ । এ বিষয়ে তোমার সঙ্গে আমার ঐক্য হয় না ডিয়ার —এই মনে কর না কেন—অামি যদি দেখতে পাই—একজন বেগান লোক এসে তোমার পায়ে পড়ে আছে, তা হলে আমার হটাৎ মনে কি হয় ? আমার তো মনে আর কিছু হয় না—“আমার মনে হয় বুঝি একজন মুচি এসে তোমার পায়ের জুতর মাপ নিচ্চে ! বিধু। ( হাস্য সম্বরণ করিতে না পারিয়া) হা হ হ ! বেশ যাহোক ! পূর্ণ। না না ঠাট্ট নয়, বাস্তবিক আমার মনে কোন কুসন্দেহ প্রায়ই উপস্থিত হয় না।