পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 কিঞ্চিৎ জলযোগ । বিধু। তবে তোমার মতন ভয়ানক মিথ্যাবাদী আর দুনিয়ায় নেই। শ্যামবাজারের কামিনীর উপর তোমার যে আসক্তি ছিল, তা এমন কি আমাদের বিয়ে হবার আগে লোকে বলালি করত। বাছো আমি গত বিষয়ের জন্য ভাবিনে, এখন কেবল আমার এই মনে হয় যে আমাকে বিয়ে না করে যদি তাকে বিয়ে কত্তে, তা হলে তোমার পক্ষেও ভাল হত, তার পক্ষেও ভাল হত । পূর্ণ। এ রকম ভাবনা তোমার অনুচিত ডিয়ার ; এস এস, আর কেন ? বিধু। কেন কেন ? যাওনা, তার কাছে যাওনা, অমন মুন্দরীকে ফেলে তোমার কি এখানে থাকা উচিত? যাওনা, মিছে কেন দেরি কচ্চ ? পূর্ণ। তবে আমার উপর তোমার বিশ্বাস, (महे ?