পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$o কিঞ্চিৎ জলযোগ । বিধুমুখী । ঐ গবাক্ষ ভিন্ন আর কোন উপায় নেই। পেরু। (নিরাশ হইয়া) আচ্ছ একবার চেষ্টা করে দেখা যাক্। (লম্ফ'বক্ষ) ও বাবা ! প্রথমে লাফিয়ে জালাটার উপর উঠতে হবে, তারপর আবার জানলা থেকে নীচে লাফিয়ে পড়তে হবে ; আমার কৰ্ম্ম নয় ; লাফিয়ে যদি জানুলায় উঠুতে যাই, তা হলে নিশ্চয় পড়ে ষাব—আর জানলে মাঠাকরণ ! আমার একটা ভারি বদরোগ আছে, শরীরে আমার একটু ব্যথা সয় না ; ভারি মুখী শরীর ; যদি একটু কোথাও লাগে তা হলে আমি এমুনি চীৎকার করে উব, যে, বাড়ি শুদ্ধ লোক জেগে পড়বে। বিধুমুখী । তা বটে, তবে শীঘ্ৰ জানলাট বন্দ করে দেও। (পেরু জানলা বন্দ করিতে ।