পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । 8? গিয়া অঙ্গলী চিমটিয়া যাওন ও ব্যথা প্রযুক্ত নানা প্রকার অঙ্গভঙ্গি. ও চীৎকার করিতে উদ্যত।) বিধুমুখী । (পেরুর প্রতি) চুপ্‌ চুপ্‌! (স্বগত) এইবার দেখছি বাড়ি শুদ্ধ জাগালে, অ ! কি আপদেই পড়েছি ! এ পাপকে কি রকম করে বিদায় করি ? অার একটা কোন উপায় ঠাওরান যাক। (সংক্রমণ ও চিন্তা করিতে করিতে) আর তো. কোন উপায় দেখিনে, তবে আমার স্বামীকে পষ্টাপষ্টি বলা যাক না কেন যে, এই রকম ঘটনা হয়েছে; সত্য কথাই ভাল । অার এতে কোন ভয় নেই, কারণ তিনি আমাকে সারাদিনই বলেন যে, র্তার কিছুমাত্র আমার উপর সন্দেহ হয় না। (পূৰ্ণবাবুর ঘরের দরজার কাছে গিয়া ) ও গো! ওগো! (চিন্তা করিয়া) ন ন ন ন,