পাতা:কিঞ্চিৎ জলযোগ!.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । • 億> বিধুমুখী। (লজ্জিত হইয়া) থাক থাক আর কায নেই ! পেরুরাম। (স্বগত) ও ! বুঝিচি, শ্যাম। বিষয়ক গান বলে, এর মনে ধরল না ! মেয়ে মানুষটা খুব রসিক না কি, তাই একটা রসের গান শুনতে চায়! (প্রকাশ্যে) আর একটা ভাল দেখে গান গাব ? বিধুমুখী। আচ্ছা এবার একটা ভাল গান 히8 || পেরুরাম । আচ্ছা— ভৈরবী । ও কালাঙ্গদ বাতাশ কর গরমিতে মরি, গর মিতে মরি কালাচাঁদ গরমিতে মরি। বিধ থাক থাকত-আর কায নেই (পূর্ণর মশারি নড়িতে দেখিয়া—স্বগত) এইবার বোধ হচ্চে ওর মনটা একটু’চঞ্চল হয়েছে! যা হোক,