পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २७ ) অনু। (বিবৃত মুখে) কল্য কি স্থৰ্যোদয় হইবে না ? দিন হইবেন কেন? এ বেটা বাতুল নাকি? গ্রহ। (ঈষৎ ক্রোধে) আমি বিবাহের দিন হইবে না ’ বলিয়াছি। অনৃ। আঃ কি আপদ, ওরে মুর্থ বিবাহ কি দিবসে হয় : গ্রহ । না না, তা নয়, কল্য বিবাহের নক্ষত্ৰ নাই, তাহাতেই বলিয়াছি “কল্য নিশ্বাতে বিবাহ হইতে পারে না ’ । অনু। এবেট রাইত কাণ না কি ? এ কৃষ্ণ পক্ষে রাত্রি, কল্য তুই আমার নিকটে আসিস, তোকে আকাশে কত নক্ষত্র দেখাইয়া দিব খুঁজিয়া দেখিস একটাও কি বিবাহের হইবে না ? গ্রহ | কল্য সপ্তশলাক, কেমন করিয়া বিবাহ হইবে ? অনৃ। (স্বগত) শুনিয়াছি সপ্তশলাকে বিবাহ হইলে স্ত্রী বিধবা হয়, কিন্তু কুলীন কুমারীরাতে সৰ্ব্বদাই বৈধব্য বেদনা সহ করে, সুতরাং বিধবার আর বৈধব্যের আশঙ্কা কি? অতএব ইহাকে বাকছলে প্রতারিত করিয়া স্বকাৰ্য্য সাধনে চেষ্টা করি । (প্রকাশে) অঃ কি অশুদ্ধ কহিলি ? সপ্তশলাক কিরে মুখ ? সপ্তশ্লাঘা বল, তাহ বন্দ্যোপাধ্যায় যে কৰ্ম্মে প্রবৃত্ত হইয়াছেন ইহাতে সহস্ৰ শ্লাঘ আছে তুই কি সপ্তশ্লাঘ দেখাইতেছিস্ ; গ্রহ কল্য দশযোগ ভঙ্গ । অন্থ। শুনিলেন মহাশয় ? এই মাঙ্গলিক কৰ্ম্ম