পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७० ) [ভোলার প্রবেশ] তোলা । (স্বগত) মোগার কোপালে দুক নেকেচে গোসাই। খাট্টি২ মরি এন্ট্র বষ্টি পাই নাই। বসি ঘরে প্যাটভরে খাতি নাই পাই। চাকুরি বাকমারি কাম করি মুই তাই ॥ ঐ ওত্তরের বাড়িয় মুই খ্যানাকাটি গেহালাম, এস্তে এসতেই বড়মোশাই বলে “ ওরে ভোলা, তুই ঘট পুরুঠাকুরের ডাকি অনিষ্ট” তা এই মই অদূরে থাকি আলাম, তামুক খাতিও পালাম না, এটু জিরুতিও পালাম না, তাইতে মোদের বেী বলেহলো, বলে “চাকুরি না কুকুরি ” তা খাতিপত্তি পাইনে না করে কি কবে ? মুনিব ঝ বলে তা না কল্যে মেইনে দেবে কেন ? খ্যাদায়ে দেবে যে, তাই যাচ্চি, আসি তবে তামৃক খাব। (কিঞ্চিৎ গমন করিয়া) ঐ ঝাঃ কেচ্চেখানা ভুলি আলম, দাদাঠাকুর বল্যে “ এসবের বেল এটা থোড়ের গণচ আনিস ” ত কিদি কাটবো ? আবার ফিরি যাব ? (চিন্তা করিয়া) না বেনে, পতেৰ্দ্ধারে মোর বীয়ের ঘর, সেইন্থেই দ্যাবে। (কিয়দূর গিয়া) এই মোর বীয়ের ঘর, এখন বঁী মোর হেত নেই তা বীনকে ডাকি। (প্রকাশে) ও বীন, বাইন, একবার তোগার কেচ্চে খান দিবি ? (অাকাশে কর্ণ দিয়া) অঁ, কি বল্যি ? হেরিয়ে গেচে ? ঝাকগে,