পাতা:কুলীন কুলসর্ব্বস্ব নাটক.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ११ ) ধৰ্ম্ম । হা, যাও, একটী কন্যা কি ইচ্ছা করিয়াছ ? (হাস্যমুখে) হা, হঁb অভিলাষ হইতে পারে, কন্যাসন্তানটা বড় স্নেহ পাত্র বটে, বিশেষত “ দশপুত্ৰ সমা কমৃত্য৷ যদি পাত্রে প্রদীয়তে’ কন্যা যদি সৎপত্রে প্রদান করা হয় তবে সে কন্যা দশপুত্ৰ তুল্য। আর কষ্ঠা দানের ফলও বড়—ক্রিয় যোগসারে কথিত আছে “কদ্যাদানকৃতে নাস্তি স্বর্গাদাগমনং পুনঃ ”। যে ব্যক্তি কন্ঠদান করে তাহার অক্ষয় স্বৰ্গ হয়। এই সসাগর ধর দান করিলে যে পুণ্য হয় সেই পুণ্যে কন্যাদাতার অধিকার, ইহার প্রমাণ বচনটা তর্কবাগীশ স্মরণ হয় হে ? তর্ক। আজ্ঞা, বড় মনে হইতেছে না। ধৰ্ম্ম । নাই হলো, ভারতেও লিখেছেন “ দৌহিত্রস্ত মুখং দৃষ্ট্রা কিমৰ্থমহুশোচতি। এবং তেন দৌহিত্ৰজান, লোকান প্রাপুয়ামিতি মে মতিঃ”। কন্যা সন্তান দ্বার দৌহিত্র-সুখ দর্শন হয় তাহাতেই দৌহিত্রজ’ নামে স্বর্গ লাভ হয়, সুতরাং এই সকল কাৰ্য অনুসন্ধান করিলে কন্যা সন্তান প্রসবে অভিলাষ হয় বটে। গর্ত। ভাজদ্যে বড় নয় । ধৰ্ম্ম । তবে কি নিমিত্ত কন্যার প্রার্থনা ? গর্ত। সেই পোড়ারমুকে মিনুষে আমাকে মেরেছে। (উচ্চৈঃস্বরে রোদন) ধৰ্ম্ম। রাম রাম ! স্ত্রীলোকের নিগ্রহ, একি ! «স্ত্রি . য়ঃ সমস্তাঃ সকল জগৎসু”। দেবতারা কহিয়াছেন “ পৃথিবীস্থ সমস্ত স্ত্রীলোকই ভগবতীর অংশ ” তৎপ্রতি G 3