পাতা:গীতবিতান.djvu/১০৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৬২
জ্ঞাতব্যপঞ্জী: গীতবিতান

রচনা হইয়াছে, সমস্ত প্রকাশ করিবার চেষ্টা করা হইয়াছে। কিন্তু সম্পূর্ণ কৃতকার্য হইতে পারি নাই।··· অনেক গানে এখনো সুর বসানো হয় নাই···বাল্মীকি-প্রতিভা ও মায়ার খেলার গান গুটিকয়েক বিবিধ সঙ্গীতের মধ্যে দ্বিতীয়বার সন্নিবেশিত [এরূপ অন্য গানও প্রচুর]··· এই পুস্তকে সাতশত সাতাশটি গান আছে।’

—প্রকাশকের নিবেদন

১০ গীতাঞ্জলি। শ্রাবণ ১৩১৭
১১ গীতিমাল্য। জুলাই ১৯১৪
১২ গান। সেপ্টেম্বর ১৯১৪
১৩ গীতালি। ১৯১৪
১৪ ধর্মসঙ্গীত। ডিসেম্বর ১৯১৪
১৫ কাব্যগ্রন্থ। ইণ্ডিয়ান প্রেস। প্রথম ভাগ: ১৯১৫। দশম ভাগ: ১৯১৬
১৬ প্রবাহিণী। অগ্রহায়ণ ১৩৩২
১৭ গীতিচর্চ্চা। দিনেন্দ্রনাথ ঠাকুর -কর্তৃক সম্পাদিত। পৌষ ১৩৩২
‘পূজনীয় মহর্ষিদেবের ও পূজনীয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের দুইটি গান, তিনটি বেদগানও এই স্থানে সন্নিবেশিত করা হইল।’

-প্রকাশকের নিবেদন

১৮ ঋতু-উৎসব। ১৩৩৩। শেষবর্ষণ শারদোৎসব বসন্ত সুন্দর ও ফাল্গুনী এই পাঁচখানি গীতিগ্রন্থ বা গীতপ্রধান গ্রন্থের সংকলন।
১৯ বনবাণী। আশ্বিন ১৩৩৮। ইহার ‘নটরাজ-ঋতুরঙ্গশালা’ ও পরবর্তী অংশে বহু গান আছে।
২০ গীতবিতান। প্রথম সংস্করণ। প্রথম-দ্বিতীয় খণ্ড: আশ্বিন ১৩৩৮

তৃতীয় খণ্ড: শ্রাবণ ১৩৩৯

২১ গীতবিতান। দ্বিতীয় সংস্করণ। প্রথম-দ্বিতীয় খণ্ড: মাঘ ১৩৪৮
যথাক্রমে ১৩৪৫ ভাদ্রে ও ১৩৪৬ ভাদ্রে প্রথম ও দ্বিতীয় খণ্ডের মুদ্রণ শেষ হইয়াছিল। প্রথম খণ্ডের গীতভূমিকা ‘প্রথম যুগের উদয়দিগঙ্গনে’ ঐ গ্রন্থে ছিল না। উত্তরকালে দুই খণ্ডে নূতন আখ্যাপত্র ও প্রথমখণ্ডে গীতভূমিকা সংযোজিত।