পাতা:গীতবিতান.djvu/১০৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্রনাথের গানের সংকলন : টাকা . هاويه ১ কবি বলেন : বিশ্বত বাল্যকালের মুহূৰ্ত্ত-স্থায়ী স্থখ দুঃখের সহিত ছুইজও খেলা করিয়া কে কোথায় ঝরিয়া পড়িয়াছিল-- এ গানগুলি আজ সাত জাট বৎসর ইতস্তত: ৰিক্ষিপ্ত হইয়া পড়িয়া আছে, আমি ছাপাইতে চেষ্টা করি নাই। ‘প্রকাশকের বক্তব্য’-শেষে আছে : ১২৯১ সনের শেষ দিন পর্যন্ত রবীক্সবাৰু যতগুলি সঙ্গীত রচনা করিয়াছেন প্রায় সেগুলি সমস্তই এই পুস্তকে দেওয়া গেল। স্পষ্টই মূত্রণপ্রমাদ। গানগুলি স্থলে গানগুলির স্বর’ হইবে। * মোহিতচন্দ্র সেন সম্পাদিত অষ্টম ভাগ কাব্যগ্রন্থ ১৩১১ বঙ্গাৰে মূদ্রিত বা প্রকাশিত এই তথ্য উক্ত গ্রন্থের আখ্যাপত্র-অনুযায়ী ঠিক হইলেও সম্পূর্ণ সত্য নহে। অষ্টম ভাগের প্রায় শেষে (৩২৩-৩১ পৃষ্ঠায়) সন্নিবিষ্ট— ‘মন তুমি নাথ লবে হরে’ ‘যে কেহ মোরে দিয়েছ স্থখ’ গরব মম হরেছ প্রভু’ ইত্যাদি অন্তত আটটি গান যে ১৩১১ বঙ্গাৰে৷র ২• জ্যৈষ্ঠ হইতে ২৩ আষাঢ়ের মধ্যে রচিত তাহা ঐসমীরচন্দ্র মজুমদার -সংরক্ষিত রবীন্দ্রপাণ্ডুলিপি দেখিয়া জানা যায়। মনে হয় শেষ ১৬ পৃষ্ঠার একটি ফর্ম এবং আরো ১ পাতা বা ২ পৃষ্ঠা বাদে সমুদয় গ্রন্থ ১৩১০ সালেই ছাপা হইয়া থাকিবে । § • ‘গান’এর এই দ্বিতীয় সংস্করণ বড়োই রহস্যময় । ইহার বিভিন্ন প্রতি মিলাইতে গিয়া দেখা গেল— সূচীপত্রসহ সমগ্র গ্রন্থের মুদ্রণ সারা হইলে, বহু গান বর্জনের ও সেই স্থলে নূতন গান সন্নিবেশের প্রয়োজন হয় এবং এজন্য স্পষ্টতই অনেকগুলি পাতা নূতন ছাপা হয় ; সমস্ত সূচীপত্র পুনর্বার ছাপা সত্ত্বেও বহু বর্জিত গানের উল্লেখ থাকে, সেগুলি অধিকাংশই ছিল অন্তের রচনা। পরবর্তী বর্জিত গান’এর তালিকায় চিহ্ন দিয়া বুঝানো হইয়াছে যে, + চিহ্নিত রচনা অপরিবর্তিত 'গান’ (১৯০৯) গ্রন্থে থাকিলেও, পরিবর্তিত ও বহুপ্রচারিত কপিগুলিতে নাই— উহার ‘সংশোধিত' সুচীপত্রে থাক্ বা নাই থাক্ । এই গ্রন্থের পরবর্তী সংস্করণসমূহে এক অংশ ‘ধৰ্ম্মসঙ্গীত' এবং অবশিষ্ট অংশ 'গান' নামে পৃথগ ভাবে প্রকাশিত। সুতরাং "গান" এই নামের পরবর্তী গ্রন্থ প্রথম ও দ্বিতীয় সংস্করণের অখও গান হইতে বহুশ: ভিন্ন ।

  • জ্যোতিরিন্দ্রনাথের ‘বিমল প্রভাতে’ ইত্যাদি গানটিও আছে ।

• এই খণ্ডের পরিশিষ্ট-ৰত গান-জুটির মেক-আপ প্রফ শান্তিনিকেতন রবীন্দ্রসদনে সংরক্ষিত, তাহাতে তারিখ : 5/9/39 [ ১৯ ভাদ্র ১৩৪৬ ]