পাতা:গীতবিতান.djvu/১১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A e ebo Ե* Պ|sé 99אן"ל<"ל ר טאן"לכ"ל "לטאן (לכ"ל చీ இ' - ه" প্রকাশিত। রচনা : ৩১ আষাঢ় [ ১৩২৯ ] -l." ‘অনেক দিনের মনের মানুষ’ ( দ্বিতীয়খও নবগীতিকা ঃ ১৩২৯ ) গানের এই রূপান্তরিত পাঠ ‘নৃত্যনাট্য মায়ার খেলা’র পাণ্ডুলিপি হইতে সংকলিত। নৃত্যনাট্য হইতে পরে বাদ দেওয়া হয়। ‘হৃদয় আমার ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে ( রচনা : জ্যৈষ্ঠ ১৩২৯ ) গানের এই অভিনব পাঠ ১৩৩৭ ফাঙ্কনে ‘নবীন’এর অনুষ্ঠানপত্রে মুদ্রিত হয়। ... • { ইহার রচনা : ২৪ চৈত্র ১৩২৯ । গীতবিতানের ৫৩৩ পৃষ্ঠায় মুদ্রিত পাঠের অাখর-ওয়ালা রূপান্তর। দ্বিতীয়খও স্বরবিতানের প্রচল সংস্করণে দুটি গানেরই স্বরলিপি পাওয়া যাইবে। পাণ্ডুলিপি হইতে সংকলিত। ১৩২৯ সালের ফাল্গুন-চৈত্রের মধ্যেই রচিত মনে হয়। ইহার স্বর ‘পিয়া বিদেশ গয়ে’ এরূপ একটি হিন্দি গানের অনুরূপ এই অকুমান করা হয় । ৮৯৯-৯০ । ৬৯-৭১ সংখ্যা । ‘প্রবাহিণী' ( অগ্রহায়ণ ১৩৩২ ) হইতে গৃহীত। > ० ०११२ כארן ל 6 ה వెe ) || 8 4 רוא • ס 'অবেলায় যদি এসেছ আমার বনে গানটি (৭•) তৎপূর্বেই সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা’য় প্রচারিত হইয়াছিল। প্রথমসংস্করণ ‘গীতবিতান’ গ্রন্থের তৃতীয় খণ্ড ( ১৩৩৯ ) হইতে ংকলিত । রচনা : ফাৰ্বন ১৩৩২ । স্বরেন্দ্রনাথ করের সৌজন্যে প্রাপ্ত অন্যতম রবীন্দ্র-পাণ্ডুলিপি হইতে সংকলিত । আনুমানিক রচনাকাল : ফাল্গুন ১৩৩২ । প্রথমসংস্করণ 'গীতবিতান’ গ্রন্থে মুদ্রিত ; রচনা : ফাল্গুন ১৩৩২ । বর্তমান পাঠে, প্রকাশিত স্বরলিপির অনুসরণ করা হইয়াছে। কবি 'দালিয়া ছোটো গল্পের আখ্যান লইয়া নাটক রচনা করার সংকল্প করিয়াছিলেন শুনা যায় ; ইহা তাহারই প্রস্তাবনা-গীত । ১৩৩৪ আষাঢ়ের বিচিত্রায় প্রচারিত (পৃ ২০-২১ ) এবং বনবাণী কাব্যের (১৩৩৮ আশ্বিন) নটরাজ-ঋতুরঙ্গশালা অধ্যায়ে সংকলিত বৈশাখ’ কবিতার (ধ্যাননিমগ্ন নীরব নগ্ন ইত্যাদি ) এই পূর্বরূপ তথা গীতরূপ শাস্তিনিকেতন রবীন্দ্রসদনের একাধিক রবীন্দ্র