পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ ৯৫ ]

বারোয় । তাল ঠুংরি । যে যার অপেন হয় সে হয় তাহার, ভিন্নভাবে ভাব কোথা হয়েছে কাহার। স্বভাবে স্বভাব ভাব, সকলের এই রব, সন্দেহ কি তায় ।১ কামদ ৷ তাল জলদ তেতালা । প্রাণ জনিত ভূমি পিরীতের রীত । বিচ্ছেদ হইলে মন সুখেতে থাকয়ে যত । সুখের অংশয়ে মন, উভয়েতে সমর্পণ, করিয়ে এখন কেন, দুঃখেতে সঁপেছ চিত । ১ । সতত এই বাসনা, নয়ন অস্তর হুইও না, স্বালালে জ্বলিতে হয় অধিক কহিব কত । ২ । তাল इन्जि | fপরীতে কি সুখ সই যে না পাবে লাজ ত্যজিতে । মনে উপজয় সুখ লয় হে দুঃখেতে । কখন বাসনা নহে, তিলেক ত্যজিতে, ক্ষণেকে কি সুখ হয় তার সহিতে । ১ । প্রাণ কেমনে আইলে তারে ত্যজিয়ে । কেতকী কত কি মনে করিছে না দেখিয়ে | যাও নাথ শীঘ্ৰগতি, কামিনী কাতর অতি, তোমারে ভাবিয়ে । তার সুখে দুঃখ দিয়ে, জাইলে কি লাগিয়ে । ১ ।