পাতা:গীতরত্ন গ্রন্থঃ (১৮৭০)- রামনিধি গুপ্ত.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ২১ ]
সরফরদা। তাল হরি ৷

 নহে সুখী নহে দুখী, প্রেম নাহি জানে।
সুখী দুখী সেই সখী, এ রস যে জানে॥ ১॥

 কেন বিধি নিরমিল কমলে কণ্টক।
দেখ শশধর, নাশয়ে তিমির, তাহে করিল কলঙ্ক॥
বিষধর মণি ধরে, মুকুতা শুক্তি উদরে।
এমন বিচার, সংসারে যাহাব, ইথে খেদের কি অন্তক॥ ১॥

 এখন কোথা তারা নাথ বিহনে।
নিদ্রা রিপু হয়ে, মারিত জ্বালায়ে,এবে না আইসে যতনে॥
কোথা সেই হাসি গেল, কোথা গেল মান,
এবে সে এই হইল, লাভ হে রোদন।
অঙ্গে আভরণ, ন সহে এখন, দহিছে কেবল মদনে॥ ১॥

 বলনা আমারে সই বাঁচিব কেমনে।
প্রাণ সঁপিলাম যারে, না হেরি নয়নে॥
এমন হইবে আগে, নাহি জানিতাম,
জানিলে এমন প্রেম, নাহি করিতাম,
পিরীতে এইত সুখ, সংশয় জীবন॥ ১॥

 বিচ্ছেদেতে যায় প্রাণ না পারি রাখিতে।
কাতর নয়ন মনে, লাগিল কহিতে॥
শুনি মন করে ধ্যান, প্রাণেরে বাঁচাতে।
চক্ষুষ বিহনে নাহি, উপায় ইহাতে॥ ১॥