পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায় । >\రిన్స" গোবিন্দপাল বৌদ্ধ ছিলেন বোধহয় না। কারণ র্তাহার একখানি তামশাসনে ‘নমো ভগবতে বাসুদেবায়” আছে। তখন হিন্দু ও বৌদ্ধ এক হইয়া গিয়াছে। গোবিন্দপালের রাজত্বের প্রথমভাগে ১১৬৮ খৃষ্টাব্দে কনোজরাজ করুষদেশ অর্থাৎ বৰ্ত্তমান সাহাবাদ জেলা অধিকার করেন। পূৰ্ব্বদিক হইতে সেন-রাজগণের এবং পশ্চিমদিক হইতে কনোজ-রাজগণের পরাক্রমে পাল-রাজগণ অত্যন্ত দুৰ্ব্বল হইয় পডিয়াছিলেন । তজ্জষ্ঠ তাহারা মুসলমানদিগের আক্রমণে সম্যক্ বাধা দিতে পারেন নাই । মহম্মদ বিন বখতিয়ার ওদন্তপুর অধিকার করিলে, তাহার সেনাপতি মহম্মদ বিন সিমের আদেশে ওদন্তপুরের সুবৃহৎ গ্রন্থাগার ভস্মীভূত হইয়াছিল। বহুসংখ্যক বৌদ্ধ-পুরোহিত অস্ত্রমুখে নিপাতিত হইলেন । * শ্রীগয়াকর নামক পণ্ডিত বাঙ্গলা অক্ষরে ১৯৯৮, ১১৯৯ ও ১২ • ০ খৃষ্টীয়াদে কতকগুলি তন্ত্রগ্রন্থ রচনা করেন। তাহার একখানিতে বখতিয়ার কর্তৃক গোবিন্দপালের পরাজয় বৃত্তান্ত বর্ণিত আছে। তবক-ই নসিরি মতে বখতিয়ার দুইশত সেনা লইয়া বিহার অধিকার করেন । রাজা গোবিন্দ পাল যুদ্ধে নিহত হন । উক্ত গ্রন্থের রচয়িতা বলিতেছেন, নিজাম-উদ্দীন ও সামস-উদ্দীন নামক ভ্রাতৃদ্বয় বিহার ও বাঙ্গলা জয় করিবার সময় বখতিয়ারের সেনা দলে ছিল । তাহাদের মুখে ৬৪১ হিজরীতে তিনি দুইশত সেনার দ্বারা বিহার এবং ১৮ জন সেনা দ্বারা নবদ্বীপ জয়ের কথা শুনিয়াছিলেন । দুই জন সামান্ত সিপাহীর মুখে

  • মহম্মদ বিন বখতিয়ার বিক্রমশিল বিহার আক্রমণ করিয়া উহার ধ্বংস করেন । KLE 00SS BBBB BBD DDB BBBS BBSB BBBS BBBBBS BBB BBBB BBBS SBBD DDBSBBBBBS DDBB BBBDD BBB S BBBB BBS বিক্রমশিলার বিশ্ববিদ্যালয় লুপ্ত হইলে, মিথিলা জ্ঞানচর্চার জন্য বিখ্যাত হইয় উঠে ।