পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম অধ্যায় । న>. হয়। এই দীঘীর দৈর্ঘ্য প্রায় এক মাইল, প্রস্থ প্রায় অদ্ধ মাইল । ইহার ১৬০০ গজ × ৮• • গজ স্থানের মধ্যে জল থাকে। এই দীঘীতে ছয়ট বাধা ঘাট ছিল, পূৰ্ব্ব-পশ্চিমদিকে সোজাস্থজী তুষ্টট করিয়া চারিট এবং উত্তর-দক্ষিণদিকে ছুইটী । এখন লোকে ঘাটগুলি ভাঙ্গিয়া প্রায় সমস্ত ইট লইয়া গিয়াছে,—কেবল যাহা সরান কঠিন, এমন ইট ও পাথর পড়িয়া আছে। র্যাভেনশা বলেন, ৫২০ হিজরীতে ( ১১২৬ খৃষ্টাব্দে ) লক্ষ্মণসেনের রাজত্ব-কালে ইহা খনিত হয়। কিন্তু ১১২৬ খৃষ্টাব্দে লক্ষ্মণসেন রাজত্বারম্ভ করেন নাই। বল্লালসেন যখন ফুলবাড়ী নামক স্থানে গৌড়দুর্গ নিৰ্ম্মাণ করেন, তখন এই দীঘীর মৃত্তিক কাজে লাগিয়াছিল। গৌড়নগরের মৃৎপ্রাচীর বা বাধের কিয়দংশ সাগরদীবী হইতে উত্তোলিত মৃত্তিকাদ্বারা নিৰ্ম্মিত হইয়াছিল। ইংরেজবাজারের তিন মাইল পশ্চিমে বাগবাড়ী নামক স্থানে বল্লালের একটা উষ্ঠানবাটিকা ছিল । শুনা যায়, উহার দরজায় অৰ্দ্ধনারীশ্বর শিবমন্দির ছিল ; এখন ঐ মন্দির বৃহৎ মৃৎস্তুপে পরিণত হইয়াছে। বল্লালসেন, গঙ্গার উভয়পাশ্বে বাধ নিৰ্ম্মাণ করেন। তখন গঙ্গা গোধরাইল বিল দিয়া প্রবাহিত • ছিল। পূৰ্ব্বদিকের বান্ধের কিয়দংশকে গিয়ামুদিনে রাস্তা বলে। গিয়াস উদ্দিন ঐ বান্ধের সংস্কারক হইতে পারেন। নবদ্বীপের উত্তরে বল্লালদীদ্বীনামক একটা দীঘী আছে। প্রবাদ যে, উহা বল্লালসেন খনন করান। কেহ কেহ বলেন, লক্ষ্মণসেন পিতার নাম চিরস্থায়ী করার জন্ত এই দীধিক খনন করান। বল্লাল বৃন্ধবয়সে গঙ্গাবাসের জন্য নবদ্বীপের উত্তরে একটা রাজবাটা নিৰ্ম্মাণ করেন,--* S DDDBB DD DBB DDDS DDDS BB BBBBBBBS DBBBB