পাতা:গৌড়ের ইতিহাস (প্রথম খণ্ড).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায়। منبع هیچarsست. পুণ্ড দেশ । প্রাচীন গ্রন্থাদিতে পুণ্ড রাজের উল্লেখ-শবরজাতি-পুণ্ডরীক জাতি-মহানগণ —করতোয়া-পদ্ম-পুও বৰ্দ্ধননগর ও পাণ্ডুয়।—পুণ্ড রাজ্যে মোগলক্রমণ-ভড়দেব পুও রাজ্য আক্রমণ-চণ্ডাল জাতি-চন্দেল জাতি—আভারদিগের,পুণ্ড রাজ্য আক্রমণ— উড় ধর জাতির পুণ্ডাধিকার—ভোজ-গৌড়বংশ-কৌশিকীরাজ্য— হোয়েন্‌সাঙ্গের সময়ের পুণ্ড রাজ্য—হোয়েনসাঙ্গের বর্ণন । ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণে পুণ্ডের উল্লেখ আছে । করতোয়া ও গঙ্গার মধ্যবৰ্ত্তী প্রাচীন স্থানের নাম পুণ্ড, । পুণ্ড রাজ্যের প্রাচীন অধিবাসিগণ অদ্যাপি এদেশে পুণ্ড নামে বাস করিতেছে । মনুসংহিতায় ( ১৯৪৪ ) আছে, ক্রিয়ালোপহেতুও ব্রাহ্মণদিগের অদশন জন্য কতকগুলি ক্ষত্রিয়জাতি আচারভ্রষ্ট হুইয়া যায় ; আচারভ্রষ্ট হওয়াতে পুণ্ডের বৃষলত্ব প্রাপ্ত হইয়াছিল। মহাভারতের নানাস্থানে পুণ্ড,জাতির উল্লেখ আছে। শাস্তিপর্বের ৬৫তম অধ্যায়ে পুণ্ড দিগকে দস্থ্যজীবী বলা হইয়াছে, যথা – “পৌণ্ড tঃ পুলিন্দা রমঠাঃ কাম্বোজাশ্চৈব সৰ্ব্বশ: | ---মবিধৈশচ কথং স্থাপ্যাঃ সৰ্ব্বে বৈ দস্থ্যজীবিনঃ ॥” অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ ও পুণ্ড,গণ গজ-যুদ্ধবিশারদ ছিল, যথা :– প্রাচ্যাশ্চ দক্ষিণাত্যাশ্চ প্রবরাগজযোধিনঃ । অঙ্গ বঙ্গাশ্চ পুও,াশ্চ মগধাস্তাম্রলিপ্তকাঃ ॥ গজযুদ্ধেযু কুশলাঃ কলিঙ্গৈ: সহ ভারত ।