পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Xbr ক্ট পামিনণ্ডেব • স্লাটীয়দেব + বিপক্ষে মনস্থ বিফল হওয়াতে তিনি অন্য উদ্যোগের প্রতিজ্ঞা করিয়া স্লাটার f বক্ষাঞ্জে মেন্টিনিয়া f হইতে তাৰ সৈন্য আসিয়াছে শুনিয়া অবিলম্বে তথায় গমন করিতে উদ্যত হইলেন । কিন্তু তাহার একেবারে ঐ নগর আক্রমণ করিতে মনস্থ ছিল, এই নিমিত্ত তিনি পূৰ্ব্বে নগর নিরীক্ষণ এবণ২ তদযুক্ত ক্ষেত্ৰ সকলেৰ রক্ষকদিগকে দূৰ কবিবার কারণ একদল অশ্বারূঢ় সৈন্য প্রেরণ কবিলেন । কিন্তু তাহদের মেণ্টি,নয়ায় ৷ পহুছিবার কিঞ্চিৎ কাল পূৰ্ব্বে অাথিনীয়দের * ছয় সহস্র সৈন্য স্লাটীযদের * সহায়তায় সমুদ্রপথে আসিয়াছিল, তাহাব বিশুদ্ম না কৰিয়। এব• অশ্বদিগকেও বিশুাম কবিতে না দিয়া নগৰহইতে নিগত হইয়া থিবীয়দের * অশ্বারা দিগকে আক্রমণ কৰতঃ পৰাভূত কৰি ল। সেই সময়ে ইপামিনও * আপনাৰ তাৰ সৈন্যেৰ সহিত আসিতে ছিলেন এব৯ শতুবাও উহার পশ্চাৎ ২ অাসিতেছিল , অতএব আপন মানস সফল স্থই বাব ব্যাঘাত দর্শনে স্থগিত হইয়। যুদ্ধ করিতে নিশ্চয় কবিলেন । এই যুদ্ধ ঐ নগরের অতি নিকটে হওন প্রযুক্ত তাহ অতিশয় প্রসিদ্ধ হইয়াছে। এই প্রধান স^গুমের তুল্য গ্ৰীক বিবরণে ব। অন্য কোন দেশের ইতিহাসের মধ্যে দেখিতে পাওয়া যায় না। গ্রীকদেব * এই আত্ম যুদ্ধে যতসৈন্য প্রবৃত্ত হইয়াছিল তত পূৰ্ব্বে কখনো হয় নাই ; তাহাতে লাসিডিমোনীয়দের * ৰি-শতি সহসু পদাতিক ও দুই সহসু অশ্বারা ছিল, এৰণ থিৰীয়দের * ত্রিশত সহসু পদাতিক ও তিন সহসু অশ্বারা সৈন্য ছিল । ইপামিনগু* একেবারে যুদ্ধের ধারানুসারে গমন করিতে লাগিলেন, ইহার অভিপ্রায় এই, যে প্রথমে এক বার