পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪। হইতেন বটে, কিন্তু কখনও আপন ৰিবেকের বিপরীত কহেন নাই ; ও যুদ্ধের উত্তম ৰ1 মন্দ গতিক হউক কিন্তু তিনি কখনও অধ্যক্ষত। ভাব অস্বীকার করেন নাই । তিনি পঞ্চচত্বারিণ২শও বার সৈন্যের অধ্যক্ষ হইয়াছিলেন, কিন্তু তদৰ্থে প্রায় কথন উপস্থিত হয়েন নাই, এব^ প্রার্থনাও করেন নাই । স্বদেশীয়ের। তাহার গুণ সুন্দর রূপে জ্ঞাত প্রযুক্ত বিপদ কালে তাহার কঠিন ব্যবহার স্থিত হইত । আখিনীয়ের" - এতাদৃশ যোগ্য ব্যক্তিকে খুটার্কের * সহায়তায় সসৈন্যে প্রেরণ করিল। কিন্তু ঐ খুটাৰ্ক’ কৃতবুতা পৰ্ব্বক যে সৈন্যের আশুয় যাচঞা করিয়াছিলেন, সেই সৈন্যদিগকেই দর করণের চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু ফোর্সীয় " যুদ্ধে জয়ী হইয়। ঐ কৃত্যু খুটাৰ্ব্বক • ইরিটীয়া হইতে দূর কলিয়া দিলেন । ফিলিপ * এই রূপে উৰিয়ার + বিষয়ে নিরাশ হইয়। অাথিনীয়দিগকে * অন্য স্থানে পীড়া দেওনের চেষ্টা পাইতে লাগিলেন । যথা অাথিনীয়ের * cগুস প্রদেশহইতে শস্য পাইত ইহ জানিয়া, তিনি ঐ দেশের ঘাট সকল উহাদের বিপক্ষে কুদ্ধ করিবার এবপ২ বিশেষতঃ পেরিস্থে f ও ব্রিজেনসিয়ে f অধিকার করিতে প্রতিজ্ঞা করিলেন ; কিন্তু অাথিনীয়দের * সহিত সমূর্ণ রূপে বিচ্ছেদ করণের বাস্থ না করিয়া তিনি বন্ধুতাৰ ছলে তাহাদিগকে এই প্রকার এক পত্র লিথিলেন, তোমরাই সন্ধির নিয়ম ভঙ্গ করিয়াছ কিন্তু আমি করি নাই ; যেহেতুক যে সকল বণিক আমার অধিকারে বাণিজ্য করিয়া থাকে তোমরা তাম্বাদিগকে আটক করিয়া তাহদের দুৰ্য সকল বিক্রয় করিয়াছ, এব^ , এইক্ষণে তোমরা অধিকন্তু অৰিচার ও শত্ৰুতা করিয়া আমার