পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮৬ ক্ষের প্রায় তাৰতেই ষাইটৰৎসব বয়স্ক, ও সেনারা পঞ্চাশখ বৎসর বয়স্ক ছিল ; ইহারা সকলে একত্র হইলে বা শিৰিরের সমুখে দণ্ডায়মান হইলে প্রাচীন ও সেব্য মহাসভ্যদেব ন্যায় বোধ হইত। পাৰ্ম্মিনিয়ু * পদাতিক সৈন্যের অধ্যক্ষ হইয়াছিলেন, ও তাহার পুত্র ফাইলট - এক সহসু আট শত অশ্বারুচ সৈন্যাধ্যক্ষ ছিলেন, এব-২ হাপেলের • পুত্র কেল ও এক সহসু আটশত থেসেলীয় অশ্বাৱঢ় সৈন্যেব অধ্যক্ষ ছিলেন । আর ং জাতীয় অবশিষ্ট অশ্বারূঢ় সৈন্য সকল অন্য একজন সেনাপতির অধীন ছিল, এব^ গুেসীয়ের* ও পিয়নীয়ের * সৰ্ব্বদাই সৈন্যের আগে যাইভ, কাসাগুর - তাছাদের সেনাপতি ছিলেন। গুীক + রাজ্যের ও পৰ্ব্ব দেশীয় সকল রাজ্যের ভাগ্যাভাগ্য এই সৈন্যদের হস্তে ছিল। আলেকস গুরু * যাত্রারম্ভে সর্সিনাম ঝিলের তাঁর দিয়া গমন করিতে লাগিলেন ; পরে ষ্ট্রাইমন ও ছিৰু 1 নদীদ্বয় পাব হইয়া এক শত যাইট থান ক্ষুদ্র ডিঙ্গা ও কএকথান চেটকাতলা যুক্ত ডিঙ্গার সহিত হেলেম্পাস্টের অন্যতীরে উপস্থিত হইলেন। আলেকসাগুর* যে ক্ষুদ্র ডিঙ্গায় ছিলেন তাহার আপনিই নাৰিক হইয়াছিলেন। এই প্রকারে হেলেঞ্চপাণ্ট + নামক খাড়া পার হইয়। তৎপার্শ্বস্থ মহাদ্বীপ অধিকার করিবার ভাব প্রকাশ করিযn তিনি অন্ত্রে সুসজ্জিত হইয়া লমুদ্বারা ডাঙ্গায় পড়িয়। অত্যন্ত আহ্লাদ প্রকাশ করিলেন । পাশাৰ * মাসিডনীয়দের * ছেলেযপাণ্ট দিয়া অাইসনে অনায়াসেই ব্যাঘাত জন্মাইতে পারিত বিশেষত উহাদের অপেক্ষায় তাহদের অধিক ও পরাক্রমি ডিঙ্গা ছিল, ইহাতেও যে তাহার। তন্নিমিত্ত কোন চেষ্টা করে নাই সে ৰড় আশ্চৰ্য্য। কিন্তু তাহার। আলস্য করিয়া বা শত্রুদিগকে