পাতা:গ্রীক দেশের ইতিহাস.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ৮ সকল আথানিয়দিগকে - জানাইয়াছিলেন ; ও ঐ গুস্থ । যে রূপ রচনা কবিয়াছিলেন, সেই কুপই অদ্যাবধি অাছে, এৰণ পানীখিনিয়ণ নামক মহোৎসবের সময় তাহ পাঠ করিবার নিয়ম তিনিই করিয়াছিলেন । লোকদিগকে আশ্বাস করাতে ও দার্তৃতা ও সদাচরণ এৰ৯ চতুরতাজন্য স্বদেশীয়ের উাহাকে এতাদৃশ প্রেম করিতে লাগিল যে তিনি অনায়াসে রাজ্যস্বামী ছয়েন• এতত্ব কালে গোলন - তাহার খুর্বতা ও দৃষ্ট মনস্কামনা BBB BB BB BBBH DDBBBB BBBBB BBBBB প্রতিজ্ঞায় দশ বৎসর পরে স্বদেশে পুনরাগমন করিলেন ; কিন্তু তিনি সেই ব্যাঘাত ৰহুকাল করিতে পারেন নাই, কারণ পিসিস্ট্রাট • আপন মানস সকল সমূর্ণ হইবার যোগ্য হইয়াছে বুৰিয়া আপন শরীর্ষের নানা স্থানে ক্ষত করিয়া ছলক্রমে কছিলেন, যে সাধারণ হিতার্থে আমি এই সকল আঘাত পাইয়াছি, এৰ এই রূপে রক্তযুক্ত হইয়া রুথারোহণে হাটের মধ্যে উপস্থিত হইলেন ; ও জথায় গেলে তাহার বিচার প্রার্থনা করণ ও বক্তৃতাদ্বার লোকদের মনে এমত ক্রোধ উপস্থিত হইল যে তাহারা উtহার শরীররক্ষার্থে পঞ্চাশ জন রক্ষক নিযুক্ত করিয়া দিল । ইহাতে তাহার অভিমত সিদ্ধি হইল, কারণ এই ৰূপে সৈন্যের উপক্রম হওয়াতে তিনি তাহ এমত বৃদ্ধি করিলেন, যে সকল ৰিপক্ষের প্রতি নিয়োগ করিতে সমর্থ হইলেন। অতএব তিনি অল্প কালের পরেই দুর্গ আক্রমণ করিয়া রাজ্যের কর্তৃত্ব পাইলেন । দেশের স্বাধীনত্ব এই রূপে নষ্ট হইলে পর সোলন - বহুকাল জীবিত ছিলেন না ; প্রায় দুই বৎসর পরেই অশীতি বৎসর বয়সে অনুরাগপত্র