পাতা:চক্ষুদান.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఉ চক্ষুদাম । খেতে দিলে না। ভার স্বামী জিজ্ঞাসা করলে কেন খাবো না । তখন সে সব কথা বলে ফেল্পে । নাপ্তে। কি বলে বল্পে ? বন্ধু ! বল্লে, তুমি ঘরে থাক না বলে তোমাকে বশ্ব করবার জন্যে নিবুদ্ধি হেতু এই দুধে এক রকম ঔষধ আমি দিছি, কিন্তু দিয়ে অবধি অণমার মন কেমন কচ্যে, কি জানি যদি হিতে বিপরীত ঘটে, তা আর আমার বশ করায় কায নাই, তোমার শরীরে কোন অমঙ্গল না হৌক আমার অদৃষ্টে য इक्वा उहे ८र्शक ! নাপ্তে। আঁ্যা এমন করে বল্পে ? তাতে তার স্বামী কি বলে ? - বসু । তার স্বামী বল্পে আবার ঔষধ পর্য্যন্ত ও করা হচ্যে ? কি ঔষধ দেছ ভাল দেখবো–কাল, আজ পাথোর ঢাকা দে রাখে বলে উঠে আঁচিয়ে যেমন বেরিয়ে থাকে অমৃনি বেরিয়ে গেল । তার পর দিন সকালে এসে দেখে বাটীর ভিতর এই এভবড় একটা কচ্ছপ । - নাপ্তে ! ইঃ, তবে খেলেতো সেই কচ্ছপ প্লেটের ভিতর হতে। আর অমূনি মারা পড়তে,