পাতা:চক্ষুদান.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b', চক্ষুদান । শুয়ে থাকি যেন ফুয়িছি, তুই ভাই বাইরে গে ঐ জানালার कtइ দাড়, এসে কি করে দেখিস এখন । মাণ্ডে । অtছ, সেই ভাল। (বাহিরে গমন ও বসুমতীর শয়ন । ) ( নিকুঞ্জবিহারীর প্রবেশ । ) নিকুঞ্জ। (স্বগত) এই যে যুদ্ধয়ে পড়েছে, বাচ। গেল, তিরস্কারের হাত এড়ালে । আস্তে আস্তে গিয়া শুয়ে যুমুই, রাত্রি অনেক হয়েছে (বস্ত্র ও উপানৎ পরিত্যাগ এবং ভাহার শব্দ । ) বসু । ( পূৰ্ব্বার্দ্ধে উঠিয়া) কি, এখন বুঝি আসা হলো, অ্যা? কোথা ছিলে এতক্ষণ বল দেখি ? নিকুঞ্জ । না, আমি অনেকক্ষণ এসেছি । বসু । (সক্রোধে ) অনেকক্ষণ এসেছে বটে ? ভেবেছ আমি বুৰি ফুয়িছি ? নিকুঞ্জ । না, না, যুযুবে কেন? রাত্রি তো এখনো उाश्रुि इंश माझे : বসু। রাত্রি অধিক হয় নাই, ঐ ঘড়ি দেখ দেখি, দুটো বেজেছে কি না ? নিকুঞ্জ i ও ঘড়ি রং । বসু । ঘড়ি রং না তোমাতেই রং বাড়চে ।