পাতা:চক্ষুদান.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চক্ষুদান । כ\ צל নিকুঞ্জ। কেন কেন? আমি তো কোথাও যাই নাই, তোমার দিব্যি, আমার আর সে সব দোষ নাই । বসু । সে সব দোষ নাই তবে আবার কোন্থ দোষ ধরেছে । নিকুঞ্জ । না, দোষ কি, বড় গরমী তাই বাইরে ছিলেম একটু । বসু । এই পৌষ মাসের শীতে তোমার এমন গরমী হয়ে উঠেছে। নিকুঞ্জ । না না, তা নয়, আমি যথার্থ কথা বলি, আজু রক্ষাকালী পূজা ওপাড়ায়, তাই যাত্রা শুনৃছিলেম । বসু। রক্ষাকালী পূজা কি সুধবার হয় ? তুমি কাকে ভুলবে, দিব্যি কচো, নানা প্রভারণার কথা বল্‌চে, আমি ওতে ভুলিনে, তুমি যেমন আমাকে ক্লেশ দিচ্য অণমিও তোমাকে একবার ভাল করে শিক্ষা দিচ্যি থাকো । নিকুঞ্জ । তুমি কি করবে ? তুমি তা যা হয় করো, এখন আমি শুই, বড় ঘুম পেয়েছে, এখন আর কিছু বলোনা—(শষ্যতে উঠিতে উদ্যত । ) বস্থ । ( সিহরিয়া) ও কিও, তুমি আমার এ বিস্থানায় উঠ না, যেখানে ছিলে সেখানেই যাও, না 혁