পাতা:চক্ষুদান.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऽकूझांम । $ q নাপ্তে। আচ্ছ। তবে দেখি দেকি, একবার চলি । ( পুৰুষের ন্যায় পাদক্ষেপ ) ছি ভাই আমার লজ্জা কচ্যে ! (উপবেশন ) । বসু ও কিলো, লজ্জা করলে হবে কেন ? চলুন, চলুন । নাপ্তে । ( পুনৰ্ব্বার উঠিয়া পাদক্ষেপ ) কেমন, এমনি করে তো । হা ! হা ! হা ! বসু । তা বৈকি, অমৃনি হলেই বেশ হবে । ভাল, আমার সঙ্গে কি রকম করে কথা কৈবি বল্ দেখি, আগে কি বল্বি ? নাপ্তে। দুটো কথা কওয়া বৈত নয়; যা হয় বল্লেই হবে । বসু । তবু কি বলবি, শুনি । নাপ্তে। আগে জিজ্ঞাসা করবে, তোমার পেটের ব্যামটা কেমন আছে ? আজি কিদে ভাত খেয়েছে ? মাচ কি টক দে, না ঝাল দে, হয়েছিল ? এখন গৰুটো কতো দুধ দেয় ? এমনি পাচটা কথা সাজিয়ে বলবে। বসু। দূর হ! পাগল ! যে পুৰুষ পরস্ত্রীকে বশ কত্যে চায়, সে কি এ সকল কথা জিজ্ঞাসা কর্যে আলাপ করে ।