পাতা:চক্ষুদান.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** চক্ষুদান । নাপ্তে। কেন গো, এ সকল কথার দোষ কি ? আর এ না বলে বলবোই বা কি ? বসু । ওলো পাগলি, এ সকল কাজে প্রেম আলাপ কত্যে হয় । নাণ্ডে । প্রেম আলাপ আবার কেমন তরে তাতে ভাই জানিনে, কৈ একটা বল দেখি শুনি ? বসু । তবে বলি শোনু, আমার হাতে ধরে বলবি, “প্রিয়ে, যে অবধি তোমার রূপের মাধুরী আমি নয়নে দেখেচি, সেই অবধি দেহ, মন, প্রাণ তোমাতে সঁপেছি।” বল্ দেখি ? নাপ্তে। “ গ্রিয়ে, যে অবধি তোমার রূপোর মাদুলি নয়নে দেখেচি, সেই অবধি দেও মোর প্রাণ তোমাকে বসু । (হাস্য করিয়া) দূর হতভাগি !ও কেন ? এক এক করে বল । “প্রিয়ে, যে অবধি তোমার রূপমাধুরী” - নাপ্তে। “ প্রিয়ে, যে অবধি তোমার রূপের মাদুলি ”— বস্তু। মুখে আগুৰু! এইটি আর বলতে পাল্লিনে ? আচ্ছ, ও কথা থাক । বল্প দেখি, “ প্রিয়ে, তোমার