পাতা:চন্দ্রনাথ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ - sவை কোনরূপ ব্যস্ততা প্রকাশ করিল না । বলিল, বাবু এখনি সেরে बॉट्व-अभन भांश्व भांप्श श्छ । তাহার পর মুখে চোখে জল দেওয়া হইল, বাতাস কৃরা হইল, বিশু আসিয়া বার-দুই চুল ধরিয়া টানাটানি করিয়া ডাকিল, মা ! সরযুর চৈতন্ত হইল, লজ্জিত হইয়া মাথার কাপড় টানিয়া দিয়ু উঠিয়া বসিল । লখীয়ার মা আপনার কাজে চলিয়া গেল। ভয়ে চন্দ্রনাথের মুখ কালি হইয়া গিয়াছিল। সরযু হাসিল। বড় ক্ষীণ, অথচ বড় মধুর হাসিয়া বলিল, ভয় পেয়েছিলে ? - চন্দ্রনাথের দুই চোখে জল টল টল করিতেছিল, এইবারে গড়াইয় পড়িল, হাত দিয়া মুছিয়া ফেলিল ; বলিল, ভেবেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল।. - সরযু মনে মনে ভাবিল, তোমার কোলে মাথা ছিল, সে স্বকৃতি ঙ্কিং এ হতভাগিনীর আছে ? প্রকাশ্বে কহিল, এমন ধারা মাঝে মাঝে হয় । , , - তা দেখচি। তখন হ’তো না, এখন হয়, সেও বুঝি। বলিয়া চন্দ্রনাথ রহঙ্কণ নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল। তাহার পর পকেট হইতে মরিচ-খর একটা চাবির গোছা বাহির করিয়া সংযুর দ্বাচলের খুঁটে বাধিয়া দিয়া বলিল, এই তোমার চাবির রিং, জামার কাছে গচ্ছিত রেখে চলে এসেছিলে, আজ আবার ফিরিয়ে ম। চেয়ে দেখ, কখন কি ব্যবহার হয়েটে বলে মনে হয় । লৱযু দেখিল, তাহার আদরের চাবির রিং মরিচা ধরিয়া