পাতা:জ্যোতির্বিদ্যা.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)●● সাক্ষাতে পূর্থে যে প্রতিজ্ঞা করিয়াছিলেন সে কথা, গৃহহইতে যাইবামাত্রে আমার মনে পড়িল। অতএব আপনকালে জিজ্ঞাসা করি এইক্ষণে যদি অবকাশ থাকে তুলে অনুগুছ করিয়া তাহ আমাকে লুন । কেননা ইহার পরে - পাছে ভুলিয় যাই । গুরু । এই সকল শিক্ষার নিমিত্তে তুমি ফৰ্মসম সাহেবের নক্ষত্রবিদ্যা প্ৰস্তুক পাঠ কর । তাই প্রথম বিধি তৃতীয়াgrয় শয্যন্তু পাচ করিলে ঐ ভয়; সমস্থই যে ধ্রুব ইছ? নিশ্চয় জানিব ; তাহ কেবল নয় সূর্য যেমন নিজগ্ৰহগণের মধ্যস্থি গু হয় ধ্রুব ও রাগণও ミ5リ?t আপন ং গ্রহ গণের মধ্য স্থত হয় । শিষ্য । স্থে মহাশয়, এ কেমন কথা কহিলেন ! ধ্রুব তার ধর্গের কি সূয্যের ম্যাধু, কি পৃথক গুংগণ আছে ? ইহা স্তুনিয়া আমার আশ্চৰ্য্য বোধ স্তু ইল : গুরু। পরমেশ্বরের সমস্ত গুণ অপরিমেয় । এৰপ২ অপারমেয় আকাশে সূৰ্য্য ও নক্ষত্ৰাদি সৃষ্টি ও রক্ষা করিতে তাহার শক্তি যেমন অনিবাচনীয় তাহার অনুগ্রহও তেমনি অনিৰ্ম্ম চনীয় । কিন্তু পর্ক্সে যে বিষয় মনে করি। নাই অর্থাৎ সূর্য ও তারাগণের সময়ে যে বিশেষ তাহার বিষয় এখন তোমাকে জ্ঞাত করি । শিষ্য। তবে অনুগ্রহ করিয়া বলুন আমিও তাহ গুনিতে বাঞ্জ করি । গুরু। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। ইহাই যথাৰ্থ বটে, কিন্তু দেখিতে যেন সূৰ্য্যই প্রদক্ষিণ করিতেছে এম৩ ৰোধ হয়। এ প্রযক্ত তদনুসারে সূর্যের সময় নির্ণীত আছে।