পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه (se দীর প্রভৃতি মহাশয়গণ আমাকে অর্থ সাহায্য না করিলে এই গ্রন্থ লোক লোচনের গোচরীভূত করিতে পারিতাম কিনসন্দেহ। এই দীন লেখক উপরোক্ত মহাত্মা গণের নিকটে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ রহিল। কমল৷ প্রেসের স্বযোগ্য ম্যানেজার ঐযুক্ত বিমলাকান্ত সেন মহাশয় এই গ্রন্থের উৎকর্ষত সাধনু বিষয়ে যথেষ্ট পরিশ্রম করিয়াছেন। এই পুস্তকের জন্য হেরেল্ড পত্রিকার স্বত্বাধিকারী শ্ৰীযুক্ত প্রিয়নাথ সেন মহাশয় ৩ খান,বিক্রমপুরের ইতিহাস প্রণেতা শ্ৰীযুক্ত যোগেন্দ্রনাথ গুপ্ত মহাশয় ৩ খান, ঢাকারিভিউ ও সম্মিলনের অন্ততম সম্পাদক অধ্যাপক ঐযুক্ত সত্যেন্দ্রনাথ ভদ্র এম,এ, মহাশয় ১ খান এবং প্রতিভা সম্পাদক শ্ৰীযুক্ত অবিনাশচন্দ্র মজুমদার এম,এ, বি, এল মহাশয় ১ থানা ব্লক আমাকে প্রদান করিয়া যথেষ্ট উপকার করিয়াছেন। পণ্ডিত শ্ৰীযুক্ত মোক্ষদাচরণ সামধ্যায়ী, শ্ৰীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী এম, এ, শ্ৰীমান বীরেন্দ্রনাথ বস্তু, প্রযুক্ত সতীশচন্দ্র দাস, ঐযুক্ত তরণীকান্ত সরস্বতী, শ্ৰীযুক্ত চন্দ্রবিনোদ পাল চৌধুরী, ঐযুক্ত রাজমোহন সরকার, প্রযুক্ত মুকুন্দলাল বম্ব, ঐযুক্ত কামাখ্যাচরণ গুপ্ত, শ্ৰীযুক্ত হরিহর আচাৰ্য্য, ঐযুক্ত অক্ষয়কুমার সরকার, শ্ৰীযুক্ত কৈলাসচন্দ্র রায়, শ্ৰীযুক্ত পীযু্যকিরণ চক্রবন্তী, ঐযুক্ত যোগেশচন্দ্র চক্ৰবৰ্ত্ত, ঐযুক্ত অনাথবন্ধু সেন গুপ্ত, ঐযুক্ত মাধবচন্দ্র চক্রবর্তী বি, এ, ঐযুক্ত জগৎচন্দ্র রায়, পণ্ডিত ঐযুক্ত সতীশচন্দ্র কাব্যতীর্থ, ঐযুক্ত রাধারমন ঘোষ, ঐযুক্ত প্রিয়নাথ বৰ্ম্ম, ঐযুক্ত স্বরেন্দ্রমোহন ভৌমিক, ঐযুক্ত যোগেশচন্দ্র গুহ, ঐযুক্ত চন্দ্রকিশোর চক্রবর্তী, শ্ৰীযুক্ত যোগেশচন্দ্র রায়, ঐযুক্ত নগেন্দ্রলাল চন, ঐযুক্ত তারকনাথ রায়, ঐযুক্ত আবদুল সামাদ, ঐযুক্ত আনিছউদ্দিন আহম্মদ, শ্ৰীযুক্ত সৈয়দ এমদাদ আলী, শ্ৰীযুক্ত প্রসন্নকুমার দাস, ঐযুক্ত ঈশানচন্ত্র দত্ত, ঐযুক্ত অনন্তকুমার সেন, ত্রযুক্ত অমলেন্দু