পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१०१ षः ] দেবালয়াজি । βοθ. গমন করিলে ক্রমে ক্রমে তথার জনসমাগম হইয়া প্রসিদ্ধ দেব-স্থানে পরিণত হয় । দেবালয়ের চারিদিক ইষ্টক নিৰ্ম্মিত প্রাচীরে পরিবেষ্টিত। পূৰ্ব্বদিকে, প্রাচীরের বহির্দেশে, একটা পুষ্করিণী বিদ্যমান। এই পুষ্করিণীটার পূর্বতীরে কখুনাথের ভক্তমণ্ডলীর মধ্যে হুই জনের দুইটা ক্ষুত্র সমাধি মন্দির অবস্থিত। দেৰালয়ের অভ্যন্তরে পূর্ব, পশ্চিম, ও দক্ষিণের ভিটতে একতল অট্টালিকা এবং উত্তরের ভিটতে একখান টনের ঘর আছে। পূর্বের ভিটার দালানেই কথুনাথের উপাসনা মন্দির। এই উপাসন মন্দিরের চত্বরের সহিত সংলগ্ন পূৰ্ব্বদিকে যে ক্ষুদ্র দুইটা ইষ্টকনির্শিত মন্দির অবস্থিত তাহার একটতে কখুনাথের ইষ্টদেবতা ৮রামকৃষ্ণ গোসাইর, ও অপরটাতে কখুনাথের পাছক সঙ্গে রক্ষিত হইয়াছে। প্রায় সার্ধশিতাব্দী পূৰ্ব্বে পাঁচদোনার সন্নিহিত শিলমঙ্গি গ্রামে নাথকুলে কখুনাথ জন্ম গ্রহণ করেন। সাধুসঙ্গে আমুরক্তি তীয় শৈশব অবস্থাতেই জন্মিয়াছিল। ফলে তিনি অল্প বয়সেই বিবেকীর স্কার অবস্থান করিতেন। তাহার গর্ভধারিণী সংসারের একমাত্র অবলম্বন নয়নের পুতলীকে সংসারধর্গে অনাসক্ত সন্দর্শন করিয়া ভীত ও চিতি হইয়া পড়েন। পরে আত্মীয় স্বজনের উপদেশমত পুত্রকে সংসারে জাবদ্ধ कब्रिवींद्र बछ दधागडद नरह डांशत्र फेषांश् कारी गणद्र कब्रन ; क्रूि দুঃখিনী মাতার মনেরসাধ পূর্ণ হইল না। পুত্র সংসারী বইতে পালি না। মাত বহু চেষ্টা করিয়াও যখন পুত্রকে আৰম্ভ করিতে পারিলেন না তখন अनtछांशाग्न इहेञ्च ७कन छाशक वह छिब्रकांब्र कब्रन । फिब्रकृठ शहेब्र अउिबारन कधूनाथ शृंरठान्नैौ स्म । ३शरे टैशत्र शैवानब्र अषद दोन । কৰুনাথ গৃহত্যাগী হইয়া নানাস্থান পৰ্যটন করেন, কিন্তু কোথাও সদগুরুর সন্ধান মিলিল না। অবশেৰে জীহট্ট জেলার জন্তর্গঙ্ক